নিউইয়র্ক ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আর নেই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫
  • / ১০৬২ বার পঠিত

নয়া দিল্লী: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। রাজ্যটির রাজধানী শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। বক্তৃতা দিতে মঞ্চে ওঠার পর অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, আব্দুল কালাম হার্টঅ্যাটাকে মারা গেছেন।
‘মিসাইল ম্যান’ নামে পরিচিত এই পরমাণু বিজ্ঞানী ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর দক্ষিণ ভারতের তামিল নাড়ুর রামেশ্বরমের একটি মাঝি পরিবারে তার জন্ম। ১৯৯৮ সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী এই বিজ্ঞানী। এছাড়াও ভারতের মহাকাশ কার্যক্রমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
তার কাজের অবদান স্বরূপ ভারত সরকার তাকে পদ্ম ভূষণ ও ভারত রত্ন উপাধিতে ভূষিত করে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার আত্মজীবনীর নাম ‌‌‌‌‌‌‌উইংস অব ফায়ার। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটি অনূদিত হয়েছে।
উল্লেখ্য, এপিজে আব্দুল কালাম ভারতের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আর নেই

প্রকাশের সময় : ১০:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫

নয়া দিল্লী: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। রাজ্যটির রাজধানী শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। বক্তৃতা দিতে মঞ্চে ওঠার পর অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, আব্দুল কালাম হার্টঅ্যাটাকে মারা গেছেন।
‘মিসাইল ম্যান’ নামে পরিচিত এই পরমাণু বিজ্ঞানী ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর দক্ষিণ ভারতের তামিল নাড়ুর রামেশ্বরমের একটি মাঝি পরিবারে তার জন্ম। ১৯৯৮ সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী এই বিজ্ঞানী। এছাড়াও ভারতের মহাকাশ কার্যক্রমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
তার কাজের অবদান স্বরূপ ভারত সরকার তাকে পদ্ম ভূষণ ও ভারত রত্ন উপাধিতে ভূষিত করে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার আত্মজীবনীর নাম ‌‌‌‌‌‌‌উইংস অব ফায়ার। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটি অনূদিত হয়েছে।
উল্লেখ্য, এপিজে আব্দুল কালাম ভারতের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি।