ফ্রান্সে ১৪৮ আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত : কেউ বেঁচে নেই

- প্রকাশের সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫
- / ৬৬৭ বার পঠিত
ঢাকা: ১৪৮জন আরোহী নিয়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ২৪ মার্চ মঙ্গলবার জার্মানউইংসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুয়েলসড্রফে যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির খবরে বলা হয়েছে, বিমানটিতে ১৪২ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।
অপরদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভেলস বলেছেন, বিমানটিতে ১৪২ থেকে ১৫০ জনের মতো আরোহী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানাতে পারেননি।
ফ্রন্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ফ্রান্সের উপকূলীয় শহর নাইস থেকে ১০০ কিলোমিটার উত্তরে বার্সেলোনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ডিজিএসি বিমান কর্তৃপক্ষের একজন মুখপাত্র। কর্তৃপক্ষের ধারণা বিমানের কেউ বেঁচে নেই।
লুফথানাসার বিমান কোম্পানি মালিকানাধীন জার্মানউইংসের ইউনিট জানিয়েছে, তারা বিমান বিধ্বস্তের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি।