ফার্গুসানে কৃষ্ণাঙ্গদের আন্দোলনে উত্তপ্ত যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪
- / ১০৩১ বার পঠিত
নিউইয়র্ক: ফার্গুসানে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠির আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র। কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ না আনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনসহ বিভিন্ন অঙ্গরাজ্যের কয়েকটি শহর। ফার্গুসন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সহিংসতার পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা অন্তত ১২টি ভবন ও পুলিশের ২টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জুরি বোর্ডের সিদ্ধান্ত দেওয়ার আগে ২৪ নভেম্বর সোমবার রাত থেকেই নিউইয়র্ক, শিকাগো, সিয়াটল, লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বড়বড় শহরে অবস্থান নিতে থাকেন অনেক কৃষ্ণাঙ্গ আমেরিকান। জুরি বোর্ডের সিদ্ধান্ত জানার পর তারাও বিক্ষোভ শুরু করেন। এর আগে সতর্কতা হিসেবে দেশটির ন্যাশনাল গার্ড তলব করেন মিসৌরির গভর্নর জে নিক্সন। উল্লেখ্য, গত ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিহত হন ১৮ বছর বয়সী ওই তরুণ। এ ঘটনার পর ফার্গুসান শহরসহ পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। ঘটনার দীর্ঘ শুনানির পর গত সোমবার ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনতে অস্বীকার করেন জুরি বোর্ডের সদস্যরা। তারা বলেন, ‘পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন আইনানুযায়ী আত্মরক্ষার্থে মাইকেল ব্রাউনকে গুলি করেছেন।’ এরপরই শহরজুরে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়।
এদিকে জুরি বোর্ডের সিদ্ধান্তের পর বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। মাইকেল ব্রাউনের পরিবার থেকে এক বিবৃতি দিয়ে গ্র্যান্ড জুরির সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে সহিংসতা না করে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।