প্রেসিডেন্ট বারাক ওবামা গলায় ঘা রোগে ভুগছেন

- প্রকাশের সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪
- / ১১৭২ বার পঠিত
ওয়াশিংটন ডিসি: প্রেসিডেন্ট বারাক ওবামা গলায় ঘা রোগে ভুগছেন। বিষয়টি পরীক্ষা করাতে শনিবার একটি হাসপাতালে যান তিনি। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।
ওবামার চিকিৎসক জানান, কয়েক সপ্তাহ ধরে অ্যাসিড প্রদাহের কারণে সৃষ্ট গলার ঘায়ে ভুগছেন প্রেসিডেন্ট ওবামা। শনিবার ওবামা ফাইবার অপটিক্যাল পরীক্ষার পাশাপাশি সিটি স্ক্যান করিয়েছেন। পাকস্থলীতে অ্যাসিড প্রদাহের ফলে গলা ছিদ্র হওয়া সাধারণ একটি বিষয়। এটি কোনো মারাত্মক রোগ নয় বলেও জানান ওই চিকিৎসক। এক বিবৃতিতে ওবামার চিকিৎসক রুনি এল জ্যাকসন বলেন, ‘ফাইবার অপটিক্যাল পরীক্ষায় দেখা গেছে, ক্ষতিগ্রস্ত গলা সফট টিস্যুর কারণে ফুলে গেছে। এ ব্যাপারে আরও মূল্যায়ন করতে রুটিন মাফিক সিটি স্ক্যান করারও সিদ্ধান্ত নেন ওবামা।’ জ্যাকসন আরও বলেন, ‘ওলাটার রিড সামরিক হাসপাতালে’ তিনি সিটি স্ক্যান করান। তবে ফলাফল স্বাভাবিক পাওয়া যায়।