অ্যামেনেস্টি নয়, অবৈধদের ডিপোর্টটেশন ঠেকাতে পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ওবামা
- প্রকাশের সময় : ০৯:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪
- / ৬৭৯ বার পঠিত
নভেম্বরের শেষ সপ্তাহে এক নির্বাহী আদেশে দুই ক্যাটাগরির অবৈধদের ডিপোটেশন সাময়িকভাব্ েঠেকাতে আদেশ জারি করতে পারেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজের সূত্রে এ খবর দিয়েছে একাধিক মার্কিন বার্তা সংস্থা।
আমেরিকায় বসবাসরত প্রায় ১১ মিলিয়ন অবৈধদের মধ্যে যারা শিশু হিসেবে (১৬ বছরের নীচে) এদেশে এসেছেন, অবৈধভাবে অবস্থান করছেন তারা এবং আমেরিকার নাগরিকদের বাবা-মারা প্রেসিডেন্ট ওবামার ডেফার্ট অ্যাকশন কাটাগরিতে ডিপোর্টেশনের খড়গ থেকে সাময়িকভাবে অব্যাহতি পাবেন। তারা ওয়ার্ক পারমিট পাবেন এবং হোমল্যান্ড সিকিউরিটির অনুমতি সাপেক্ষে দেশের বাইরেও যাতায়াত করতে পারবেন বলে একাধিক ইমিগ্রেশন আইনজীবি পরিচয়কে জানিয়েছেন। তবে প্রেসিডেন্টর আদেশের ব্যাপারে এখনো কোন কিছু চুড়ান্ত হয়নি। রিপাবলিকানরা আদেশের মাধ্যমে ইমিগ্রেশন সমস্যার সমাধনের ঘোর বিরোধী। যদিও প্রেসিডেন্ট ওবামার আদেশ কোনভাইে অবৈধদের জন্য অ্যামনেষ্টি নয়। মার্কিন সংবিধান অনুয়ায়ী প্রেসিডেন্টর অ্যামনেস্টি প্রদানের কোন ক্ষমতা নেই।ওবামা নিজেও একাধিকবার একথা বলেছেন। (সাপ্তাহিক পরিচয়)