সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গেছেন সেই যুক্তরাষ্ট্রের সেনা
- প্রকাশের সময় : ০৭:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৮ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই দুঃখ সহ্য করতে পারেননি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল। তিনি এর প্রতিবাদস্বরূপ যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেন।
আর সেই আত্মাহুতির আগে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুদের নিজের সব সম্পদ দান করে গেছেন বুশনেল। তিনি লিখিতভাবে একটি উইল বা দানপত্র সম্পন্ন করে গেছেন।
২৫ বছর বয়সি অ্যারন বুশনেল গত রোববার ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেন। সেই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সেই সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও স্লোগান দিয়েছেন।
বুশনেল তার সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন তিনি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়ে আসছে। গায়ে আগুন দেওয়ার আগে বুশনেল চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ সূত্র : রয়টার্স
হককথা/নাছরিন