নিউইয়র্ক ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এক মাসেই ৫ কোটি ডলার ফান্ড সংগ্রহ প্রেসিডেন্ট বাইডেনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৯৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারাভিযান এখন তুঙ্গে। এর মাধ্যমে তিনি ফেব্রুয়ারিতেই ৫ কোটি ৩০ লাখ ডলারের বিশাল নির্বাচনী ফান্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। নির্বাচনের খরচ মেটাতে ব্যয় হবে এসব অর্থ। সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষে ডেমোক্র্যাটদের এই নির্বাচনী ফান্ড হিসেবে ব্যাংকে জমা টাকার পরিমাণ ১৫ কোটি ৫০ লাখ ডলার।

আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ফান্ড সংগ্রহে এগিয়ে আছেন বাইডেন। প্রচার বাড়াতে বাইডেন কিছু কৌশল হাতে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো, তিনি ভোটের প্রধান যুদ্ধক্ষেত্রের রাজ্যগুলোতে ট্রাম্পকে পেছনে ফেলেছেন। বাইডেনের দল চলতি মাসেই ১০০টি অফিস খুলেছে। নিয়োগ দিয়েছে ৩৫০ জন কর্মী। এসব কার্যক্রমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের কার্যক্রম বাড়িয়েছে। এতে দাতাদের অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ বেড়েছে।

চলতি সপ্তাহে নেভাদা এবং অ্যারিজোনায় নির্বাচনী প্রচার শুরু হয়। রাজ্য দুটিতে ভ্রমণ করছেন বাইডেন। প্রচারের জন্য রাজনৈতিক ভ্রমণে সরকারি বিমান ব্যবহারের খরচ সরকারকে পরিশোধ করতে হবে। অন্যান্য ভ্রমণ খরচও বহন করতে হবে বাইডেনকে। প্রচারাভিযানে টেলিভিশন বিজ্ঞাপনেও প্রচুর বিনিয়োগ করতে হচ্ছে। অবশ্য এর মাধ্যমে আসছেও বড় পরিমাণ টাকা।

বাইডেনের প্রচার দল বলেছে, গত বছর প্রচার শুরুর পর থেকে ১ দশমিক ৩ মিলিয়ন দাতার কাছ থেকে অনুদান পাওয়া গেছে। এর ৯৭ শতাংশই ছিল ২০০ ডলারের নিচে। তাদের মতে, ফেব্রুয়ারি মাস ছিল এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী তৃণমূল তহবিল সংগ্রহের মাস। এর আগে ২০২০ সালের নির্বাচনে বাইডেন ৬০ লাখের বেশি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। সূত্র : সমকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এক মাসেই ৫ কোটি ডলার ফান্ড সংগ্রহ প্রেসিডেন্ট বাইডেনের

প্রকাশের সময় : ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারাভিযান এখন তুঙ্গে। এর মাধ্যমে তিনি ফেব্রুয়ারিতেই ৫ কোটি ৩০ লাখ ডলারের বিশাল নির্বাচনী ফান্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। নির্বাচনের খরচ মেটাতে ব্যয় হবে এসব অর্থ। সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষে ডেমোক্র্যাটদের এই নির্বাচনী ফান্ড হিসেবে ব্যাংকে জমা টাকার পরিমাণ ১৫ কোটি ৫০ লাখ ডলার।

আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ফান্ড সংগ্রহে এগিয়ে আছেন বাইডেন। প্রচার বাড়াতে বাইডেন কিছু কৌশল হাতে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো, তিনি ভোটের প্রধান যুদ্ধক্ষেত্রের রাজ্যগুলোতে ট্রাম্পকে পেছনে ফেলেছেন। বাইডেনের দল চলতি মাসেই ১০০টি অফিস খুলেছে। নিয়োগ দিয়েছে ৩৫০ জন কর্মী। এসব কার্যক্রমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের কার্যক্রম বাড়িয়েছে। এতে দাতাদের অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ বেড়েছে।

চলতি সপ্তাহে নেভাদা এবং অ্যারিজোনায় নির্বাচনী প্রচার শুরু হয়। রাজ্য দুটিতে ভ্রমণ করছেন বাইডেন। প্রচারের জন্য রাজনৈতিক ভ্রমণে সরকারি বিমান ব্যবহারের খরচ সরকারকে পরিশোধ করতে হবে। অন্যান্য ভ্রমণ খরচও বহন করতে হবে বাইডেনকে। প্রচারাভিযানে টেলিভিশন বিজ্ঞাপনেও প্রচুর বিনিয়োগ করতে হচ্ছে। অবশ্য এর মাধ্যমে আসছেও বড় পরিমাণ টাকা।

বাইডেনের প্রচার দল বলেছে, গত বছর প্রচার শুরুর পর থেকে ১ দশমিক ৩ মিলিয়ন দাতার কাছ থেকে অনুদান পাওয়া গেছে। এর ৯৭ শতাংশই ছিল ২০০ ডলারের নিচে। তাদের মতে, ফেব্রুয়ারি মাস ছিল এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী তৃণমূল তহবিল সংগ্রহের মাস। এর আগে ২০২০ সালের নির্বাচনে বাইডেন ৬০ লাখের বেশি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। সূত্র : সমকাল।