নিউইয়র্ক ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দলীয় টিকিট থেকে কত দূরে ট্রাম্প

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৬৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের ভোট আজ নিউ হ্যাম্পশায়ারে। আজকের লড়াই জাতিসংঘে দেশটির সাবেক দূত নিকি হ্যালির সঙ্গে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যিনি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে অতিআশাবাদী। আইওয়া অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারিতে তৃতীয় স্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এরই মধ্যে রণে ভঙ্গ দিয়ে ধনকুবের ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এর আগে আইওয়ায় চতুর্থ হওয়া বিবেক রামাস্বামীও সরে গিয়ে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। আবার সর্বশেষ জরিপেও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালির থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। সব কিছু মিলিয়ে আজকের ভোটই হয়তো একটা স্পষ্ট আভাস দেবে, ট্রাম্প দলীয় টিকিট পাচ্ছেন কি না।

যুক্তরাষ্ট্রে নির্বাচনী বছরের নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ হয়। সে হিসেবে এবার ৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। এখনো ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের প্রাইমারি শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, এবারও প্রেসিডেন্ট জো বাইডেন ভোট করবেন। সে ক্ষেত্রে তার সঙ্গে ট্রাম্পের ভোটের লড়াই হবে দ্বিতীয়বারের মতো।

২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। তবে তিনি ওই ভোটে জালিয়াতির অভিযোগ তুলে এখন পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করেননি। অথচ, ভোটে কারচুপির বিষয়ে কোনো প্রমাণ তিনি প্রকাশও করেননি। সম্প্রতি রাশিয়া অবশ্য মন্তব্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছিল।

ট্রাম্প ক্ষমতায় ফিরলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয়তো নতুন মোড় নেবে। যেমনটা ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর দেখা গিয়েছিল। ট্রাম্প এবার ক্ষমতায় এলে এক দিনেই ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করেছেন। তবে প্রথম মেয়াদে ট্রাম্প বাণিজ্য যুদ্ধ করেছিলেন বিশেষত চীনের সঙ্গে। পাশাপাশি অভিবাসন ইস্যুতে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছিলেন। এরপরও রিপাবলিকান দলের ডেলিগেটসরা (যারা দলীয় প্রার্থী নির্বাচন করেন) তাকেই বেশি পছন্দ করছেন বলে আইওয়ার ভোটে দেখা গেছে। আজ নিউ হ্যাম্পশায়ারে তিনি কেমন করেন, সেটিই দেখার বিষয়।

এদিকে নিকি হ্যালি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তা হলে তার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হবেন না তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের অক্টোবরে হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন। সূত্র : আমাদের সময়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দলীয় টিকিট থেকে কত দূরে ট্রাম্প

প্রকাশের সময় : ১০:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের ভোট আজ নিউ হ্যাম্পশায়ারে। আজকের লড়াই জাতিসংঘে দেশটির সাবেক দূত নিকি হ্যালির সঙ্গে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যিনি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে অতিআশাবাদী। আইওয়া অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারিতে তৃতীয় স্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এরই মধ্যে রণে ভঙ্গ দিয়ে ধনকুবের ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এর আগে আইওয়ায় চতুর্থ হওয়া বিবেক রামাস্বামীও সরে গিয়ে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। আবার সর্বশেষ জরিপেও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালির থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। সব কিছু মিলিয়ে আজকের ভোটই হয়তো একটা স্পষ্ট আভাস দেবে, ট্রাম্প দলীয় টিকিট পাচ্ছেন কি না।

যুক্তরাষ্ট্রে নির্বাচনী বছরের নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ হয়। সে হিসেবে এবার ৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। এখনো ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের প্রাইমারি শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, এবারও প্রেসিডেন্ট জো বাইডেন ভোট করবেন। সে ক্ষেত্রে তার সঙ্গে ট্রাম্পের ভোটের লড়াই হবে দ্বিতীয়বারের মতো।

২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। তবে তিনি ওই ভোটে জালিয়াতির অভিযোগ তুলে এখন পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করেননি। অথচ, ভোটে কারচুপির বিষয়ে কোনো প্রমাণ তিনি প্রকাশও করেননি। সম্প্রতি রাশিয়া অবশ্য মন্তব্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছিল।

ট্রাম্প ক্ষমতায় ফিরলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয়তো নতুন মোড় নেবে। যেমনটা ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর দেখা গিয়েছিল। ট্রাম্প এবার ক্ষমতায় এলে এক দিনেই ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করেছেন। তবে প্রথম মেয়াদে ট্রাম্প বাণিজ্য যুদ্ধ করেছিলেন বিশেষত চীনের সঙ্গে। পাশাপাশি অভিবাসন ইস্যুতে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছিলেন। এরপরও রিপাবলিকান দলের ডেলিগেটসরা (যারা দলীয় প্রার্থী নির্বাচন করেন) তাকেই বেশি পছন্দ করছেন বলে আইওয়ার ভোটে দেখা গেছে। আজ নিউ হ্যাম্পশায়ারে তিনি কেমন করেন, সেটিই দেখার বিষয়।

এদিকে নিকি হ্যালি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তা হলে তার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হবেন না তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের অক্টোবরে হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন। সূত্র : আমাদের সময়।