নিউইয়র্ক ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাইডেনের কড়া হুঁশিয়ারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৫১ বার পঠিত

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপরও হামলার পরিমাণ বেড়েছে। তবে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো হামলায় যুক্তরাষ্ট্রের সেনা নিহতের ঘটনা ঘটলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলা অন্তত তিনজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। তবে স্কাই নিউজের প্রতিবেদনে ৩৪ জন আহতের তথ্য জানানো হয়েছে।

এই হামলার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ হামলার জন্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যদিও তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে তবে এ হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইরান সমর্থিত মৌলবাদি গোষ্ঠী। এসময় তিনি সতর্ক করে বলেন, কোনো সন্দেহ নেই, আমরা দায়ীদের আমাদের পদ্ধতিতে জবাবদিহির আওতায় আনবো।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে কয়েক হাজার যুক্তরাষ্ট্রের সেনার অবস্থান রয়েছে। অন্তত তিন হাজার সেনা দেশটিতে আছে। এ ছাড়া গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনাদের হামলার লক্ষ্যবস্তু করা হলো বলে খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখন পর্যন্ত হতাহত সেনাদের আহতের ধরণ সম্পর্কে কিছু জানায়নি বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : দৈনিক ইত্তেফাক। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাইডেনের কড়া হুঁশিয়ারি

প্রকাশের সময় : ১২:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপরও হামলার পরিমাণ বেড়েছে। তবে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো হামলায় যুক্তরাষ্ট্রের সেনা নিহতের ঘটনা ঘটলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলা অন্তত তিনজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। তবে স্কাই নিউজের প্রতিবেদনে ৩৪ জন আহতের তথ্য জানানো হয়েছে।

এই হামলার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ হামলার জন্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যদিও তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে তবে এ হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইরান সমর্থিত মৌলবাদি গোষ্ঠী। এসময় তিনি সতর্ক করে বলেন, কোনো সন্দেহ নেই, আমরা দায়ীদের আমাদের পদ্ধতিতে জবাবদিহির আওতায় আনবো।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে কয়েক হাজার যুক্তরাষ্ট্রের সেনার অবস্থান রয়েছে। অন্তত তিন হাজার সেনা দেশটিতে আছে। এ ছাড়া গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনাদের হামলার লক্ষ্যবস্তু করা হলো বলে খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখন পর্যন্ত হতাহত সেনাদের আহতের ধরণ সম্পর্কে কিছু জানায়নি বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : দৈনিক ইত্তেফাক। সূত্র : দৈনিক ইত্তেফাক।