ঘরে-বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে: বাইডেন
- প্রকাশের সময় : ০৮:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৭৯ বার পঠিত
ঘরে-বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক এ ভাষণে অভিবাসন, গর্ভপাত, গণতন্ত্র, অর্থনীতি ও গাজা প্রসঙ্গে কথা বলেছেন। বাইডেন বলেন, দেশে, দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ভাষণে ১৩ বার ট্রাম্পের নাম নিয়েছেন বাইডেন। আর তাকে সম্বোধন করেছেন তার পূর্বসূরি হিসেবে।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনা করেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এ অবস্থানকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন তিনি। ভাষণে ২০১২ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ নিয়েও ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বাইডেন।
অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, সিনেটে দ্বিদলীয় অভিবাসন আইনকে সমর্থন করতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনী লাভের জন্য ট্রাম্প বিলের বিরোধিতা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
ভাষণে, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ পূরণের আগে এ সময়ে বাইডেন প্রশাসনের কৃতিত্বগুলো তুলে ধরার চেষ্টা করেন তিনি। বাইডেন বলেন, তার পূর্বসূরি যে অর্থনীতি রেখে গিয়েছিলেন, সেটা ছিল প্রায় ডুবতে বসা অর্থনীতি। সেখান থেকে বর্তমান যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছেন তিনি। এখনকার যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের কাছে ঈর্ষণীয় বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনে সামরিক সাহায্যের আহ্বান জানিয়ে ভাষণ শুরু করেছিলেন বাইডেন। বক্তব্য শেষ করেছেন গাজা যুদ্ধ ও সেখানকার মানবিক ও ত্রাণ সংকট সম্পর্কে উদ্বেগ প্রকাশ দিয়ে। গাজায় একটি সফল যুদ্ধবিরতিতে কাজ করছেন উল্লেখ করে বাইডেন বলেন, গাজা যুদ্ধ ডেমোক্র্যাটদের বিভক্ত করেছে। গাজায় হতাহতের ঘটনাকে হৃদয় বিদারক হিসেবে অভিহিত করে তিনি বলেন, অসহায় ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অবিলম্বে সেখানে অস্থায়ী বন্দর নির্মাণ করা হবে।
ভাষণের জন্য, হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যাওয়ার পথে বাইডেনকে বাধা দেয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পেনসিলভানিয়া অ্যাভিনিউতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা ছিল বাইডেনের গণহত্যার শাসনামল। বিক্ষোভকারীদের এড়াতে এ সময় বাইডেনের গাড়িবহর অন্য পথ দিয়ে যায়।