ভারতীয়দের উপর হামলা বন্ধে ‘প্রচুর খাটছেন’ বাইডেন!
- প্রকাশের সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৯ বার পঠিত
হককথা ডেস্ক : গত এক মাসে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে বিশেষ বার্তা দিল হোয়াইট হাউস। জানানো হয়েছে, ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে কঠোর পরিশ্রম করছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বারবার কেন যুক্তরাষ্ট্রে হামলার মুখে পড়ছেন ভারতীয় শিক্ষার্থীরা? মাত্র এক মাসে চার শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্ন উঠেছে সেদেশে। স্বভাবতই আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। বিতর্কের আবহেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ কর্মকর্তা জন কিরবি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনও যুক্তি নেই। যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন। কোনও রকম হিংসা রুখতে চেষ্টা করছি। যারা এই হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদেরকেও বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। যারা হিংসা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত এক মাসের মধ্যে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয় দুই শিক্ষার্থীর লাশ। তার আগেও এক ভারতীয় শিক্ষার্থীকে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করে ভবঘুরে ব্যক্তি। তবে লাগাতার হামলার পরেও আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বলেছিলেন, ভারতীয়রা নির্দ্বিধায় সেদেশে পড়াশোনা করতে পারেন। তার পরেই ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে আলাদা করে বার্তা দিল যুক্তরাষ্ট্র প্রশাসন। সূত্র : দৈনিক ইনকিলাব
হককথা/নাছরিন