ইসরাইলকে নিয়ে হতাশ হয়ে পড়ছেন বাইডেন
- প্রকাশের সময় : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩০ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল নিয়ে হতাশ হয়ে পড়ছেন। গাজায় ইসরাইলের যুদ্ধের সমর্থনের জন্য বাইডেন ব্যাপক নিন্দার সম্মুখীন হওয়ায় পরে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেটগুলিকে বলছে।
কিন্তু ইসরাইল তার সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সাথে সাথে, বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে চরম বিরক্ত হয়ে পড়েছেন, ওয়াশিংটন পোস্ট রোববার বলেছে। এবং তিনি ক্রমবর্ধমানভাবে অতি-ডানপন্থী ইসরাইলি নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, এমনকি সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে তাকে ‘নির্বোধ’ বলেছেন, সোমবার সকালে এনবিসি নিউজ জানিয়েছে।
তবে বাইডেনের অনুমিত হতাশা সত্ত্বেও, বিশ্লেষকরা বলছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এসব মন্তব্য ‘অর্থহীন’ যদি তিনি গাজায় তার মারাত্মক সামরিক আক্রমণ বন্ধ করার জন্য ইসরাইলের উপর চাপ প্রয়োগ করতে না চান।
‘একটু বিবেক আছে এমন যে কারো জন্য, ইসরাইলের যুদ্ধ হতাশা ও ক্রোধ প্রকাশ করবে। তবে বাইডেনের ক্ষেত্রে, এটি এখনও তাকে ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পারে এমন একটি যুদ্ধবিরতির জন্য একেবারে প্রয়োজনীয় আহ্বান জারি করতে বাধ্য করেনি,’ ওয়াশিংটন ডিসির গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আরব সেন্টের পরিচালক ইমাদ হারব বলেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে চাপ দেয়ার মতো অনেক উপায় রয়েছে যার মাধ্যমে তারা ইসরাইলের নীতি এবং আচরণ পরিবর্তন করতে করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ইসরাইল এখনও চালকের আসনেই রয়েছে,’ তিনি একটি ইমেলে আল জাজিরাকে বলেছেন। সূত্র : আল-জাজিরা।
হককথা/নাছরিন