নিউইয়র্ক ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সঞ্চয় খরচ করে ফেলেছেন যুক্তরাষ্ট্ররা, প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • / ৫৬ বার পঠিত

করোনাভাইরাসের সময় অর্থ সঞ্চয় করে যুক্তরাষ্ট্ররা। সমন্বিতভাবে দুই লাখ কোটি ডলারের বেশি জমায় দেশটির নাগরিকরা।

অর্থ সঞ্চয়ের কারণে পরবর্তী বছরগুলোতে খরচ করতে পারে তারা। ফলে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির মধ্যেও সবল থাকে দেশটির অর্থনীতি।

কিন্তু সেই জমানো অর্থ এখন শেষ হয়ে গেছে। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের অর্থনীতিবিদ হামজা আবদেলর হমান ও লুইজ এডগার্ড অলিভেরার মতে, মহামারিতে সঞ্চয়ের প্রবণতা বা সক্ষমতা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্ররা সঞ্চয়ের চেয়ে এখন ঋণ বেশি রয়েছে। মূলত চলতি বছরের মার্চের মধ্যে তাদের মহামারিকালীন সঞ্চয় শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভোক্তা ব্যয় এবং এক্ষেত্রে গত দুই বছর শক্তিশালী অবস্থান দেখা গেছে। কিন্তু এখন সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ভোক্তাদের ব্যয়ে প্রভাব পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র অর্থনীতি।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বেড়েছে এক দশমিক ছয় শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। কিছু বিশ্লেষক এরই মধ্যে অর্থনৈতিক পূর্বাভাস কমাতে শুরু করেছেন। সূত্র: সিএনএন

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সঞ্চয় খরচ করে ফেলেছেন যুক্তরাষ্ট্ররা, প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

প্রকাশের সময় : ০২:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

করোনাভাইরাসের সময় অর্থ সঞ্চয় করে যুক্তরাষ্ট্ররা। সমন্বিতভাবে দুই লাখ কোটি ডলারের বেশি জমায় দেশটির নাগরিকরা।

অর্থ সঞ্চয়ের কারণে পরবর্তী বছরগুলোতে খরচ করতে পারে তারা। ফলে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির মধ্যেও সবল থাকে দেশটির অর্থনীতি।

কিন্তু সেই জমানো অর্থ এখন শেষ হয়ে গেছে। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের অর্থনীতিবিদ হামজা আবদেলর হমান ও লুইজ এডগার্ড অলিভেরার মতে, মহামারিতে সঞ্চয়ের প্রবণতা বা সক্ষমতা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্ররা সঞ্চয়ের চেয়ে এখন ঋণ বেশি রয়েছে। মূলত চলতি বছরের মার্চের মধ্যে তাদের মহামারিকালীন সঞ্চয় শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভোক্তা ব্যয় এবং এক্ষেত্রে গত দুই বছর শক্তিশালী অবস্থান দেখা গেছে। কিন্তু এখন সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ভোক্তাদের ব্যয়ে প্রভাব পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র অর্থনীতি।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বেড়েছে এক দশমিক ছয় শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। কিছু বিশ্লেষক এরই মধ্যে অর্থনৈতিক পূর্বাভাস কমাতে শুরু করেছেন। সূত্র: সিএনএন