জন্মদিনে জোড়া গোলে ম্যাচ জেতালেন আলভারেজ
- প্রকাশের সময় : ০৫:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩০ বার পঠিত
এর চেয়ে ভালো জন্মদিন হয়তো আশা করতে পারতেন না ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। জন্মদিনে শুরুর একাদশে ছিলেন তিনি। ম্যাচ খেলেছেন সিটিজেনদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচের শুরুতেই করেছেন জোড়া গোল। তার দাপুটে পারফরম্যান্সে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি।
মৌসুমের মতো ট্রেবলে চোখ রেখে ছুটতে থাকা ম্যানসিটি ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায়। গোল করেন ২৪ বছর বয়সেই বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়া আলভারেজ। কিছুক্ষণ পরেই দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ২২ মিনিটে লিড ২-০ করে নেন।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলের দেখা পায় ম্যানসিটি। ওই গোলটি আসে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির পা থেকে। দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রাখলেও শুরুর ওই গোল ছাড়া সাফল্য পায়নি তারা। বরং যোগ করা সময়ে এক গোল হজম করে। এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে পেপ গার্দিওলার দল।
জন্মদিনে ভক্তদের জোড়া গোল উপহার দিতে পারায় ম্যাচ শেষে আলভারেজ ফেসবুকে লিখেছেন, ‘বিশেষ দিনে দারুণ জয়, যা দলকে পয়েন্ট এনে দিয়েছে। যারা বার্তা পাঠিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন সকলকে ধন্যবাদ।’ সূত্র : সমকাল।