লুথার কিং ডে সোমবার
- প্রকাশের সময় : ০৩:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
- / ১৫৩৭ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকার ইতিহাসে বর্ণবৈষম্য বিরোধী নেতা ড. মার্টিন লুথার কিং’র জন্মদিন ১৮ জানুয়ারী সোমবার। দিনটি ‘লুথার কিং ডে’ হিসেবে পালিত হচ্ছে। তার ঐতিহাসিক ভাষণ ‘উই হ্যাভ এ ড্রিম……….’ আজো বিশ্ববাসীকে জাগ্রত করে। ১৯২৯ সালের ১৫ জানুয়ারী তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্মগ্রহণ করেন। প্রতিবছর জানুয়ারী মাসের তৃতীয় সোমবার তার জন্ম দিন পালিত হয় যুক্তরাষ্ট্রে। সেই হিসেবে এবছর ১৮ জানুয়ারী দিনটি পালিত হবে। দিনটি ফেডারেল হলিডে।
আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের এই ক্ষণজন্মা পুরুষ ড. মাটিন লুথার কিং-কে ১৯৬৮ সালের ৪ এপ্রিল গুলি করে হত্যা করা হয়। এসময় তিনি একটি র্যালীতে যোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং মেমফিসের একটি হোটেলের ব্যালকনিতে অপেক্ষা করছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টিরও অধিক শহরে দাঙ্গা বাঁধে। চারদিন পর তৎকালীন প্রেসিডেন্ট জনসন জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিনে দাঙ্গা থামে। তার ফিউনেরাল র্যালীতে তিন লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালিত হবে।