মিশিগানের রাস্তায় বাঘ!
- প্রকাশের সময় : ০৫:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
- / ৭০২ বার পঠিত
মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কেন্ট কাউন্টির একটি এলাকা। অতি সম্প্রতি গ্রান্ড র্যাপিডসে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির সামনের রাস্তায় একটি বাঘ শুয়ে থাকতে দেখে ভয়ে কেউ একজন ফোন করে জানিয়ে দেন স্থানীয় পশু নিয়ন্ত্রণ অফিসে। ফোন পেয়েই অফিসের সুপারভাইজার জো ডেইনিলিস বাঘটিকে তাড়াতে ওই স্থানে চলে যান। গিয়ে দেখেন বাঘটি বাড়িটির সামনের রাস্তায় বুক টান করে তার দিকেই তাকিয়ে বসে আছে। এতে ডেইনিলিস নিজেও ভয় পেয়ে যান। তিনি আত্মরক্ষার্থে একটি লম্বা লাঠি এবং একটি ঢাল সংগ্রহ করে ভয়ে ভয়ে বাঘের দিকে এগোতে থাকেন। আশপাশের লোকেরাও দেখেন বাঘটি রাস্তার ঠিক মাঝখানে আধশোয়া বসে সবাইকে দেখছে। আর ঠিক তখনই অন্য দিক থেকে পশু নিয়ন্ত্রণ অফিসের আরেক মহিলা সহকর্মী জেনসেন এগিয়ে আসেন। তিনি অবাক হয়ে আবিষ্কার করলেন, আসলে ওটা আসল বাঘ নয়। খেলনার বাঘ। কেউ মজা করে ওখানে বসিয়ে রেখেছিল। ইন্টারনেট।