নিউইয়র্ক ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ : সহিংসতায় উদ্বেগ, রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৯৭৫ বার পঠিত

ওয়াশিংটন ডিসি: বাংলাদেশের চলমান অস্থিরতা এবং সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ ওই বিবৃতিতে বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বাস পোড়ানো বোমা ছুড়ে মারা ও ট্রেন লাইনচ্যুত করার মতো বিবেকবর্জিত হামলার নিন্দা জানাই আমরা। তিনি বলেন, এ ঘটনাগুলোয় নিহত ও আহত হয়েছেন নিরীহ মানুষ। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সহিংসতার আশ্রয় নেয়ার তীব্র নিন্দা জানাই আমরা। ওই বিবৃতিতে মেরি হার্ফ আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকান্ডের কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন, অবশ্যই সকল বাংলাদেশীর শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার ও ক্ষমতা থাকতে হবে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচী পালনের জন্য আমরা বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সুযোগ প্রদানের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সহিংসতা থেকে বিরত থাকার ব্যাপারে দলের সদস্যদের নির্দেশনা দিতে সব দলের প্রতি আহ্বান জানাই।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ : সহিংসতায় উদ্বেগ, রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০১৫

ওয়াশিংটন ডিসি: বাংলাদেশের চলমান অস্থিরতা এবং সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালনের সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ ওই বিবৃতিতে বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বাস পোড়ানো বোমা ছুড়ে মারা ও ট্রেন লাইনচ্যুত করার মতো বিবেকবর্জিত হামলার নিন্দা জানাই আমরা। তিনি বলেন, এ ঘটনাগুলোয় নিহত ও আহত হয়েছেন নিরীহ মানুষ। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সহিংসতার আশ্রয় নেয়ার তীব্র নিন্দা জানাই আমরা। ওই বিবৃতিতে মেরি হার্ফ আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকান্ডের কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন, অবশ্যই সকল বাংলাদেশীর শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার ও ক্ষমতা থাকতে হবে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচী পালনের জন্য আমরা বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সুযোগ প্রদানের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সহিংসতা থেকে বিরত থাকার ব্যাপারে দলের সদস্যদের নির্দেশনা দিতে সব দলের প্রতি আহ্বান জানাই।