নিউইয়র্ক ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়েব ডিজাইনে জর্জিয়ার শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশী প্লাবনী ও তার দল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
  • / ৮৭৬ বার পঠিত

আটলান্টা (জর্জিয়া): যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করলো আটলান্টার নতুন প্রজন্মের একাদশ গ্রেডের ছাত্রী প্লাবনী ও তার দল।
গত ২১ মার্চ শনিবার ডাউন টাউনের একটি অভিজাত হোটেলে ফিউচার বিজনেস লিডার অব আমেরিকা সংক্ষেপে এফবিএলএ আয়োজিত জর্জিয়া রাজ্যের ঐ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় কয়েক শ’ প্রতিযোগী অংশ নেয়। গুইনেট কাউন্টির মেডোক্রিক হাই স্কুলের ছাত্রী প্লাবনী এই বিজয়ের খবরটি প্রথম মূলধারার টেলিভিশনে ফলাও করে প্রচারসহ আটলান্টা জার্ণাল কন্সটিটিউশন পত্রিকায় প্রকাশিত হলে বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের উচ্ছ্বাস বইতে থাকে।
উল্লেখ্য, প্লাবনী সম্প্রতি ভ্যারাইজন আয়োজিত আরও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন করেছিল যা মূলধারার টিভি মিডিয়াসহ বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
Plaboni_(BD) Atlanta Medelওয়েব ডিজাইনার প্লাবনীর বাবা আটলান্টার বলাকা ইন্সুরেন্স ও ট্যাক্স রিটার্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিশ্রুতিশীল গল্পকার শরীফ ইসলাম জানান, কম্পিউটার প্রযুক্তির দিকে প্লাবনীর ছোট বেলা থেকেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল এবং ষষ্ঠ গ্রেডে ছাত্রী থাকাকালে ডেল কম্পিউটার অ্যাওয়ার্ড লাভ করেছিল। তারই ধারাবাহিকতায় সে এবছর পর পর দুটি প্রতিযোগিতায় এই অভাবনীয় সাফল্য বয়ে আনতে পেরেছে। বাংলাদেশের ফরিদপুরের সন্তান শরীফ তাঁর মেয়ের আগামীদিনের পথ পরিক্রমায় সফলতার জন্যে সবার কাছে দোয়া কামনা করেছেন।
শরীফ জানান, আগামী জুন মাসে শিকাগোতে অনুষ্ঠেয় জাতীয় ভিত্তিক অনিুষ্ঠিতব্য ওয়েব ডিজাইন প্রতিযোগিতায় প্লাবনী ও তার দল জর্জিয়া রাজ্যের একমাত্র প্রতিনিধি দল হিসেবে যোগ দিবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ওয়েব ডিজাইনে জর্জিয়ার শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশী প্লাবনী ও তার দল

প্রকাশের সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫

আটলান্টা (জর্জিয়া): যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করলো আটলান্টার নতুন প্রজন্মের একাদশ গ্রেডের ছাত্রী প্লাবনী ও তার দল।
গত ২১ মার্চ শনিবার ডাউন টাউনের একটি অভিজাত হোটেলে ফিউচার বিজনেস লিডার অব আমেরিকা সংক্ষেপে এফবিএলএ আয়োজিত জর্জিয়া রাজ্যের ঐ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় কয়েক শ’ প্রতিযোগী অংশ নেয়। গুইনেট কাউন্টির মেডোক্রিক হাই স্কুলের ছাত্রী প্লাবনী এই বিজয়ের খবরটি প্রথম মূলধারার টেলিভিশনে ফলাও করে প্রচারসহ আটলান্টা জার্ণাল কন্সটিটিউশন পত্রিকায় প্রকাশিত হলে বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের উচ্ছ্বাস বইতে থাকে।
উল্লেখ্য, প্লাবনী সম্প্রতি ভ্যারাইজন আয়োজিত আরও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন করেছিল যা মূলধারার টিভি মিডিয়াসহ বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
Plaboni_(BD) Atlanta Medelওয়েব ডিজাইনার প্লাবনীর বাবা আটলান্টার বলাকা ইন্সুরেন্স ও ট্যাক্স রিটার্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিশ্রুতিশীল গল্পকার শরীফ ইসলাম জানান, কম্পিউটার প্রযুক্তির দিকে প্লাবনীর ছোট বেলা থেকেই বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল এবং ষষ্ঠ গ্রেডে ছাত্রী থাকাকালে ডেল কম্পিউটার অ্যাওয়ার্ড লাভ করেছিল। তারই ধারাবাহিকতায় সে এবছর পর পর দুটি প্রতিযোগিতায় এই অভাবনীয় সাফল্য বয়ে আনতে পেরেছে। বাংলাদেশের ফরিদপুরের সন্তান শরীফ তাঁর মেয়ের আগামীদিনের পথ পরিক্রমায় সফলতার জন্যে সবার কাছে দোয়া কামনা করেছেন।
শরীফ জানান, আগামী জুন মাসে শিকাগোতে অনুষ্ঠেয় জাতীয় ভিত্তিক অনিুষ্ঠিতব্য ওয়েব ডিজাইন প্রতিযোগিতায় প্লাবনী ও তার দল জর্জিয়া রাজ্যের একমাত্র প্রতিনিধি দল হিসেবে যোগ দিবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে।