আনসার হোসেন চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

- প্রকাশের সময় : ০৬:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪০ বার পঠিত
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বাদ মাগরিব আয়োজিত মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমের কন্যা জামাতা বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল। এর আগে পবিত্র কুরআন-হাদীসের আলোকে বক্তব্য রাখেন মসজিদ বিলালের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম ও মাওলানা শাহানশাহ ইয়াহিয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ।
মাহফিলে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন ও কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম। মাহফিলে বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ শরীক হন।
উল্লেখ্য, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কুয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেই হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর গ্রামে।
আলহাজ্ব আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাযার নামাজা কুয়েতে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ কুয়েত থেকে আনার পর নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস ইসলামী সেন্টারে গত ১ ফেব্রুয়ারী বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ২ ফেব্রুয়ারী তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়।