সভাপতি পদে সেলিম রেজা সাধারণ সম্পাদক পদে বদিউল বিজয়ী

- প্রকাশের সময় : ১২:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৯২ বার পঠিত
বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির নির্বাচনে সভাপতি পদে হাবির রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদে বদিউল আলম বড় ধরনের ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন। নতুন কমিটির বিজয়ী অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হোসেইন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেইন মৃধা।
গত রোববার (২১ এপ্রিল) নিউইয়র্ক সিটির লং আইল্যান্ড সিটিতে অবস্থিত ফাইভ স্টার ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। অত্যন্ত আন্তরিক হৃদ্যতাপূর্ন পরিবেশে অনুষ্টিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী সেলিম রেজা ২৮ এবং একই পদে প্রতিদ্বদ্বী খলকুর রহমান পেয়েছেন ১১ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী মোহাম্মদ সোহরাব হোসেন পেয়েছেন, ২৩ ভোট একই পদে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রিপন মিয়া পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী বদিউল আলম পেয়েছেন ২৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সাইদুর খান উিউক পেয়েছেন ১৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী আব্দুল মান্নান হোসেই পেয়েছেন, ২৫ এবং প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক পেয়েছেন ১৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেইন মৃধা পেয়েছেন, ২৫ ভোট অপরদিকে প্রতিদ্বন্দ্বী নুরে আলম পেয়েছেন ১৪ ভোট। দুপুর ১২টা শুরু হওয়া শান্তিপূর্ন এই নির্বাচন শেষ হয় বিকেল সাড়ে টায়। এরপর শুরু হয় ভোট গননা। সর্বমোট ডেলিগেট ৪১ এর মধ্যে ৩৯ ভোট পড়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান এমলাক হোসেন ফয়সল। ফলাফল ঘোষণার পর তিনি অত্যন্ত শান্তিপূর্ন এই নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
নির্বাচন কশিনের অন্য সদস্যদের মধ্যে ছিলেন, আরিফুল চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দীন ও জোহরা বেগম। ফলাফল ঘোষনার সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে মিজানুর রহমান ভুইয়া মিল্টন ও গিয়াস আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, বেলাল চৌধুরী, মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তাকে সভাপতি নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।