‘জালালাবাদ ভবন’ অক্ষুন্ন রাখার অঙ্গীকার
- প্রকাশের সময় : ০৫:৫৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৫ বার পঠিত
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র (কামালী-মইনুল) নব নির্বাচিত বোর্ড অব ট্রাষ্টি ও কার্য নির্বাহী পরিষদের এক যৌথ সভা গত ৪ ফেব্রুয়ারী রোববার জালালাবাদ ভবনে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীন কামালীর সভাপতিত্বে ও সহ সম্পাদক আতাউল গণি আসাদের পরিচালনায় সূচনা বক্তব্যে সভাপতি নব নির্বাচিত বোর্ড অব ট্রাষ্টির সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। পরবর্তীতে কার্য নির্বাহী পরিষদের সবাই নব নির্বাচিত বোর্ড অব ট্রাষ্টিবৃন্দকে ফুলেল অভিনন্দন জানান। বোর্ড অব ট্রাষ্টির সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মুক্তা (সিলেট), প্রবীণ প্রবাসী ও দক্ষ সংগঠক আব্দুল মুকিত চৌধুরী মারুফ (সুনামগঞ্জ) ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান (হবিগঞ্জ), বিশিষ্ট সাংগঠক সৈয়দ জুবায়ের আলী (মৌলভীবাজার)।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। সভায় পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন সহ সভাপতি দুরুদ মিয়া রনেল (সিলেট), সহ সভাপতি শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ), কোষাধ্যক্ষ- ময়নুজ্জামান চৌধুরী, জালালাবাদের কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী শেফাজ (হবিগঞ্জ), হেলিম উদ্দিন (সিলেট), আব্দুল মোমিত চৌধুরী উমেল (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক) ও সাহিদুর রহমান রাসেল (প্রচার ও দপ্তর সম্পাদক)।
সভায় উপস্থিত নব নির্বাচিত বোর্ড অব ট্রাষ্টি ও কার্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সাবলীল গঠনমূলক ও যুক্তিপূর্ণ আলোচনায় প্রবাসের জালালাবাদবাসীদের সর্ববৃহৎ প্রাণের সংগঠন এর ঐতিহ্য, ঐক্য ও সুনাম সমুন্নত রাখতে একাত্মতা প্রকাশ করেন। সাথে সাথে দীর্ঘ ৩৮ বছরের জালালাবাদবাসীদের স্বপ্নের দৃশ্যমান ‘জালালাবাদ ভবন’ অক্ষুন্ন রাখার অঙ্গীকার করা হয়। এছাড়াও জালালাবাদের বর্তমান সংকট উত্তরণে সবাইকে আন্তরিক ও উদার মন নিয়ে কাজ করার আহবান জানান।
যৌথ সভায় আগামী ৪ মার্চ সোমবার সন্ধ্যা ৬ টায় জালালাবাদ ভবনে সাধারণ সভার দিন-তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও একটি ‘গঠনতন্ত্র সংশোধনী কমিটি’ গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- এম এ কাইয়ূম (সাবেক সভাপতি), হেলিম উদ্দিন আহমদ (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), আব্দুল মুকিত চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, ডা. জুন্নুন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও আতাউল গণি আসাদ।
সভায় আগামী ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার জালালাবাদ ভবনে অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্বীর্যের সাথে মুসলিম জাহানের পবিত্র রমজান মাসের প্রথম রোববার আগামী ১৭ মার্চ উডসাইডের গুলশান টেরেসে জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল আয়োজনের দিন-তারিখ ধার্য করা হয়। পবিত্র কোরান খতম ও মুসলিম উম্মাহ সহ সকল জালালাবাদবাসীর জন্য দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।