আবার শীতকালীন তুষার ঝড়ের মুখে নিউইয়র্ক : স্কুলে ক্লাশ বন্ধ ঘোষণা
- প্রকাশের সময় : ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩২ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : আবার শীতকালীন তুষার ঝড়ের মুখে পড়ছে নিউইয়র্ক। মঙ্গলবার নিউইয়র্ক সিটি সহ ট্রাইস্টেট এলাকায় ভারী বর্ষণ আর ব্যাপক তুষারপাত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিউইয়র্ক সিটির পাঁচ বরো ছাড়াও তুষার ঝড়টি আঘাত হানবে নিউজার্সী রাজ্যের উত্তরাঞ্চল সহ হাডসন ভ্যালী এবং কানেকটিকাট রাজ্যে। এদিকে সম্ভাব্য প্রাকৃতিক দূর্যোগের ফলে সিটির পাবলিক স্কুলগুলো খোলা থাকলেও ইনপার্সন কোন ক্লাশ হবে না। তবে ক্লাশ চলবে রিমোর্টে। সিটির ক্যাথলিক এলিমেন্টারী স্কুলগুলোও বন্ধ থাকবে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে জনগনের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বার্তার পাশাপাশি সকল ব্যবস্থা গ্রহণ করেছে সিটি প্রশাসন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য নিউইয়র্কারদের প্রতি সতর্কবার্তা জানিয়ে প্রশাসন। খবর ইউএনএ’র।
সিটি মেয়র অফিস থেকে জানানো হয়েছে সোমবার রাতে এবং মঙ্গলবার দিনভর শহর জুড়ে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবার মধ্যরাত থেকে শুরু হবে হালকা বৃষ্টি এবং দিনব্যাপী কমপক্ষে পাঁচ থেকে আট ইঞ্চি হবে তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, মঙ্গলবার ২৫/৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। প্রবল বাতাসের তীব্রতা শেষ বিকেলের মধ্যে শেষ হলেও উপকূলীয় এলাকায় দুই ফুট পর্যন্ত বন্যা দেখা দিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ে মেয়র এরিক এডামস সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। এসময় স্যানিটেশন বিভাগের কমিশনার জেসিকা টিশ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে ষ্টেট গভর্ণর ক্যাথি হোকল দূর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। তার অফিস আর সিটি মেয়র অফিস যৌথভাবে পরিস্থিতি পর্যক্ষেণ করছে।
এদিকে নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস বলেছেন ‘বড় ধরনের তুষার ঝড়’-এর সম্ভাব্যতায় মঙ্গলবার স্কুলগুলোতে ক্লাব বন্ধ থাকলেও ঘরে বসেই শিক্ষার্থীরা রিমোর্ট ক্লাশ চালু থাকবে। কেননা, দিনব্যাপী তুষারপাত হওয়ার কারণে শিক্ষার্থীদের ব্যস্ত রাখতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে। রিমোর্ট পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুলের কার্যক্রম চালু থাকবে। তিনি জানান, বুধবার থেকে যথারীতি স্কুলগুলোতে ক্লাশ চলবে।