নিউইয়র্ক ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
যুক্তরাষ্ট্র আ. লীগের পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা

২৩ জুন আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ১৪৪ বার পঠিত

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী। দলটির প্লাটিনাম জয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় ব্যানারে আগামী শনিবার ও সোমবার পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ নেতৃত্বাধীন মূল কমিটি গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্লাটিনাম জয়ন্তী পালনের কর্মসূচী ঘোষণা করে। এই কর্মসূচী ঘোষণাকালে বলা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত চার টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তবচিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরাহ্ন ৫টায় শোভাযাত্রা বের হয়ে তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে।

সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ‘জাতির পিতা’। এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। তাদের চিহ্নিত করা দেশপ্রেমিক প্রতিটি দেশবাসীর সাথে প্রবাসীদেরও। এটা সময়ের দাবি। তিনি বলেন, এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম ও মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন ও তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান ও সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ কর ও সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান ২২ জুন শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। নবান্ন পার্টি হলেই আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই কর্মসূচির সমন্বয় করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। গত ১২ জুন বুধবার রাতে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচী ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়- দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, রাত বারটা এক মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বিশ্ব দরবারে যথাযথ ভাবে উপস্থাপন করা প্রভৃতি।

সভার বরাত দিয়ে সংগঠনের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন জানান, সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ‘অনাস্থাপ্রাপ্ত’ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের ইন্দনে আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যক্তি কর্তৃক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ানকে অপদস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ড. সিদ্দিকুর রহমান ও তার সমর্তকদের এহেন অনৈতিক ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী অপকর্মগুলো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনের সহধর্মিনী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি মুর্শেদা জামানের পুত্রের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র আ. লীগের পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা

২৩ জুন আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’

প্রকাশের সময় : ০১:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী। দলটির প্লাটিনাম জয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। তবে দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় ব্যানারে আগামী শনিবার ও সোমবার পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ নেতৃত্বাধীন মূল কমিটি গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্লাটিনাম জয়ন্তী পালনের কর্মসূচী ঘোষণা করে। এই কর্মসূচী ঘোষণাকালে বলা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত চার টার্মে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তবচিত্র উপস্থাপনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরাহ্ন ৫টায় শোভাযাত্রা বের হয়ে তা জ্যাকসন হাইটস প্রদক্ষিণের পর নবান্ন পার্টি হলের ভেতরে ও বাইরে নানা কর্মসূচি থাকবে।

সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ‘জাতির পিতা’। এই সত্য যারা এখনো স্বীকার করতে দ্বিধাবোধ করছে, তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। তাদের চিহ্নিত করা দেশপ্রেমিক প্রতিটি দেশবাসীর সাথে প্রবাসীদেরও। এটা সময়ের দাবি। তিনি বলেন, এ জন্য সামাজিক সচেতনতা বাড়াতে আমরা কাজ শুরু করেছি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম ও মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন ও তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান ও সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ কর ও সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর অংশের পক্ষ থেকে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান ২২ জুন শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৩ জুন সকাল) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। নবান্ন পার্টি হলেই আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই কর্মসূচির সমন্বয় করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। গত ১২ জুন বুধবার রাতে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচী ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়- দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, রাত বারটা এক মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বিশ্ব দরবারে যথাযথ ভাবে উপস্থাপন করা প্রভৃতি।

সভার বরাত দিয়ে সংগঠনের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন জানান, সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ‘অনাস্থাপ্রাপ্ত’ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের ইন্দনে আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যক্তি কর্তৃক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ানকে অপদস্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ড. সিদ্দিকুর রহমান ও তার সমর্তকদের এহেন অনৈতিক ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী অপকর্মগুলো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনের সহধর্মিনী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি মুর্শেদা জামানের পুত্রের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।