সাবেক কংগ্রেসওম্যান ক্যারোলাইন মেলোনী’র সম্মাননা পেলেন জাবেদ উদ্দিন
- প্রকাশের সময় : ০২:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৭ বার পঠিত
ইউএনএ, নিউইয়র্ক : ইউএস কংগ্রেসের সাবেক সদস্য, প্রবীন রাজনীতিক ক্যারোলাইন মেলোনী’র কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন কমিউনিটির পরিচিত মুখ, এস্টোরিয়া ওয়াফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র জাবেদ উদ্দিন। কমিউনিটি সেবার তার অবদানের জন্য ক্যারোলাইন মেলোনী তার পক্ষ থেকে জাবেদ উদ্দিকে আমেরিকান ফ্ল্যাগ উপহারের পাশাপাশি একটি পত্রের মাধ্যমে তাকে সম্মনিত করেন।
জাবেদ উদ্দিন জানান, ২০২২ সালের ৫ অক্টোবর এই সম্মাননা জানানো হলেও বিশেষ কারণে ঐ ফ্ল্যাগ আর পত্র বিলম্বে তার হস্তগত হয়। সম্মানা পত্রে ক্যারোলাইন মেলোনী জাবেদ উদ্দিনের কর্মকান্ডের মধ্যে করোনা মহামারীর সময় মানবতার পাশে দাঁড়ানো ছাড়াও হোমলেস পিপলদের সাহায্য এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণে জাবেদ উদ্দিন ভূমিকা রাখেন। অপরদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলে আমেরিকান পতাকাটি উত্তোলনের পর সেটি আবার নামিয়ে মেলোনীর প্রতিনিধির মাধ্যমে জাবেদ উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
বিলম্বে এই সম্মাণনা হতে পেলেও এতে খুশি জাবেদ উদ্দিন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, এমন সম্মানে আমি খুশি। কেননা, ইউএস কংগ্রেসের একজন সদস্যের কাছ থেকে অফিসিয়ালী ‘আমেরিকান ফ্ল্যাগ’ উপহার পাওয়া সম্মানের বিষয় বৈ কি। সেই সাথে কাজের স্বীকৃতি। এজন্য তিনি সাবেক কংগ্রেসওম্যান ক্যারোলাইন মেলোনী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।