নিউইয়র্ক ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সীমিত জনবল সত্ত্বেও দৈনিক আড়াই শতাধিক প্রবাসী সেবা পাচ্ছেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪৯ বার পঠিত

ইউএনএ, নিউইয়র্ক : নিউইয়র্কে নবনিযুক্ত কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা কনস্যুলেটের বর্তমান অবস্থা, সেবা, তার পরিকল্পনা প্রভৃতি তুলে ধরে বলেছেন, সীমিত জনবল নিয়ে কনস্যুলেট সাধ্যমতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সেবা দিয়ে যাচ্ছে। কনস্যুলেট থেকে দৈনিক আড়াই শতাধিক প্রবাসী সেবা পাচ্ছেন। তিনি বলেন, কনস্যুলেট পরিচালনায় ব্যক্তিগতভাবে আমি ‘থ্রি পি’ থিউরি ফলো করি। প্রথম ‘পি’ হচ্ছে আমার পিপুল অর্থাৎ কমিউনিটি। তাই কমিউনিটির সাথে নিবিড় সম্পর্ক রচনায় বিশ্বাসী আমি। দ্বিতীয় ‘পি’ হচ্ছে প্রটোকল। ডিপ্লোম্যাটিক মিশনে কাজ করলে ডিগনিটরিজরা আসবেন। তাদেরকে অভ্যর্থনা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে হয়। তৃতীয় ‘পি’ হচ্ছে প্রেস। অর্থাৎ মিডিয়ার সাথে সব সময় একটি সহযোগিতামূলক সম্পর্ক রাখতে হবে। কেননা, মিডিয়া আমার প্রতিপক্ষ নয়, স্টেক হোল্ডার তথা অংশিজন। সেজন্যে মিডিয়ার সাথে আমার পার্টনারশিপ এবং কন্সট্রাক্টিভ রিলেশন থাকবে। এই তিন ‘পি’ যদি আমরা ফলো করি তাহলে কন্স্যুলেটের কাজে আরো গতি আসবে, কাজ ভালো হবে এবং মানসম্পন্ন হবে।

সম্প্রতি নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে যোগদানের পর আনুষ্ঠিানিকভাবে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতাবিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ নাজমুল হুদা উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ইমেজ সমন্বিত রাখাতে মিডিয়ার আন্তরিক সহযোগিতাও কামনা করেন। খবর ইউএনএ’র।

সিটির এস্টারিয়াস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে গত ৬ ডিসেম্বর বুধবার অপরাহ্নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় কনস্যুলেটের ডেপুটি কন্সাল জেনারেল এস এন নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারী (কন্স্যুলেট) প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সেলর এবং হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান এবং আসিফ আহমেদঅন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অত্যন্ত খেলা মন নিয়ে আন্তরিকতার সাথে কনসাল জেনারেল সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে যোগদানের পর মিডিয়ার সাথে এটাই কন্সাল জেনারেলের আনুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময়।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কনসাল জেনারেল নাজমুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরবকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরার পাশাপাশি কনস্যুলেটের বর্তমান অবস্থা, সেবা, তার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে যা ২০২৬ সালে পূর্ণরূপে স্বীকৃতি পাবে। তিনি ২০০৮-০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বাংলাদেশের ক্রমবর্ধমান/ক্রমউন্নয়নশীল অর্থনৈতিক সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, আমার দায়িত্ব পালনে অর্থনৈতিক কূটনীতিরর পাশাপাশি কালচারাল কূটনীতিও প্রাধান্য পাবে। তবে সবকিছুই করবো ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের দিক-নির্দেশনা এবং সমন্বয়ে।

কনসাল জেনারেল হিসেবে নাজমুল হুদা তাঁর লক্ষ্য, কর্মপরিকল্পনা ও উদ্যোগ সমূহের কথা উল্লেখ করে তিনি কনস্যুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্ততায়, সমাজ ও দেশ গঠনে সকল মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রসঙ্গও তুলে করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় একটি প্রশস্ত ও যুগোপযোগী কনস্যুলেটের নিজস্ব ভবন প্রয়োজন এবং সময়ের দাবী। এজন্য বাংলাদেশের এগিয়ে চলার সাথে সঙ্গতি রেখে নিউইয়র্ক কন্স্যুলেট অফিসেরও সংস্কারের প্রয়োজন রয়েছে। এব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগে নেয়ার কথা জানান।

অপর এক প্রশ্নে উত্তরে কন্সাল জেনারেল বলেন, বর্তমান কনস্যুলেট অফিসে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতি কর্মদিবসে গড়ে আড়াই শতাধিক প্রবাসীকে সেবা দেয়া হচ্ছে। এর বাইরে রয়েছে ডাকযোগে সার্ভিস। এছাড়া দৈনিক টেলিফোন রিসিভ করা হচ্ছে ৫ শতাধিক। এনভিআর (নো ভিসা রিক্যুয়ার্ড) প্রদান করা হচ্ছে আবেদন গ্রহণের দিনেই। প্রসঙ্গত তিনি জানান, জাতীয় পরিচয় পত্র ইস্যুর কার্যক্রম শুরু হয়েছে ১০ মিশনে। দ্বিতীয় পর্যায়ের আরো ৪০ মিশনের মধ্যে নিউইয়র্ক কন্স্যুলেটও রয়েছে। এই কার্যক্রম শুরু হলে প্রবাসীরা নিউইয়র্ক থেকেই এনডিআই পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউইয়র্কে সোনালী ব্যাংক বা বাংলাদেশের যেকোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলার বিষয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবী প্রসঙ্গে কনসাল জেনারেল বলেন, বিষয়টি সরকারকে অবহিত করবেন বলে জানান।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সীমিত জনবল সত্ত্বেও দৈনিক আড়াই শতাধিক প্রবাসী সেবা পাচ্ছেন

প্রকাশের সময় : ১১:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

ইউএনএ, নিউইয়র্ক : নিউইয়র্কে নবনিযুক্ত কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা কনস্যুলেটের বর্তমান অবস্থা, সেবা, তার পরিকল্পনা প্রভৃতি তুলে ধরে বলেছেন, সীমিত জনবল নিয়ে কনস্যুলেট সাধ্যমতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সেবা দিয়ে যাচ্ছে। কনস্যুলেট থেকে দৈনিক আড়াই শতাধিক প্রবাসী সেবা পাচ্ছেন। তিনি বলেন, কনস্যুলেট পরিচালনায় ব্যক্তিগতভাবে আমি ‘থ্রি পি’ থিউরি ফলো করি। প্রথম ‘পি’ হচ্ছে আমার পিপুল অর্থাৎ কমিউনিটি। তাই কমিউনিটির সাথে নিবিড় সম্পর্ক রচনায় বিশ্বাসী আমি। দ্বিতীয় ‘পি’ হচ্ছে প্রটোকল। ডিপ্লোম্যাটিক মিশনে কাজ করলে ডিগনিটরিজরা আসবেন। তাদেরকে অভ্যর্থনা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে হয়। তৃতীয় ‘পি’ হচ্ছে প্রেস। অর্থাৎ মিডিয়ার সাথে সব সময় একটি সহযোগিতামূলক সম্পর্ক রাখতে হবে। কেননা, মিডিয়া আমার প্রতিপক্ষ নয়, স্টেক হোল্ডার তথা অংশিজন। সেজন্যে মিডিয়ার সাথে আমার পার্টনারশিপ এবং কন্সট্রাক্টিভ রিলেশন থাকবে। এই তিন ‘পি’ যদি আমরা ফলো করি তাহলে কন্স্যুলেটের কাজে আরো গতি আসবে, কাজ ভালো হবে এবং মানসম্পন্ন হবে।

সম্প্রতি নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে যোগদানের পর আনুষ্ঠিানিকভাবে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতাবিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ নাজমুল হুদা উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ইমেজ সমন্বিত রাখাতে মিডিয়ার আন্তরিক সহযোগিতাও কামনা করেন। খবর ইউএনএ’র।

সিটির এস্টারিয়াস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে গত ৬ ডিসেম্বর বুধবার অপরাহ্নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় কনস্যুলেটের ডেপুটি কন্সাল জেনারেল এস এন নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারী (কন্স্যুলেট) প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সেলর এবং হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান এবং আসিফ আহমেদঅন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অত্যন্ত খেলা মন নিয়ে আন্তরিকতার সাথে কনসাল জেনারেল সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে যোগদানের পর মিডিয়ার সাথে এটাই কন্সাল জেনারেলের আনুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময়।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কনসাল জেনারেল নাজমুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরবকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরার পাশাপাশি কনস্যুলেটের বর্তমান অবস্থা, সেবা, তার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে যা ২০২৬ সালে পূর্ণরূপে স্বীকৃতি পাবে। তিনি ২০০৮-০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বাংলাদেশের ক্রমবর্ধমান/ক্রমউন্নয়নশীল অর্থনৈতিক সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, আমার দায়িত্ব পালনে অর্থনৈতিক কূটনীতিরর পাশাপাশি কালচারাল কূটনীতিও প্রাধান্য পাবে। তবে সবকিছুই করবো ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের দিক-নির্দেশনা এবং সমন্বয়ে।

কনসাল জেনারেল হিসেবে নাজমুল হুদা তাঁর লক্ষ্য, কর্মপরিকল্পনা ও উদ্যোগ সমূহের কথা উল্লেখ করে তিনি কনস্যুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্ততায়, সমাজ ও দেশ গঠনে সকল মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রসঙ্গও তুলে করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় একটি প্রশস্ত ও যুগোপযোগী কনস্যুলেটের নিজস্ব ভবন প্রয়োজন এবং সময়ের দাবী। এজন্য বাংলাদেশের এগিয়ে চলার সাথে সঙ্গতি রেখে নিউইয়র্ক কন্স্যুলেট অফিসেরও সংস্কারের প্রয়োজন রয়েছে। এব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগে নেয়ার কথা জানান।

অপর এক প্রশ্নে উত্তরে কন্সাল জেনারেল বলেন, বর্তমান কনস্যুলেট অফিসে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতি কর্মদিবসে গড়ে আড়াই শতাধিক প্রবাসীকে সেবা দেয়া হচ্ছে। এর বাইরে রয়েছে ডাকযোগে সার্ভিস। এছাড়া দৈনিক টেলিফোন রিসিভ করা হচ্ছে ৫ শতাধিক। এনভিআর (নো ভিসা রিক্যুয়ার্ড) প্রদান করা হচ্ছে আবেদন গ্রহণের দিনেই। প্রসঙ্গত তিনি জানান, জাতীয় পরিচয় পত্র ইস্যুর কার্যক্রম শুরু হয়েছে ১০ মিশনে। দ্বিতীয় পর্যায়ের আরো ৪০ মিশনের মধ্যে নিউইয়র্ক কন্স্যুলেটও রয়েছে। এই কার্যক্রম শুরু হলে প্রবাসীরা নিউইয়র্ক থেকেই এনডিআই পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউইয়র্কে সোনালী ব্যাংক বা বাংলাদেশের যেকোন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলার বিষয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবী প্রসঙ্গে কনসাল জেনারেল বলেন, বিষয়টি সরকারকে অবহিত করবেন বলে জানান।