আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ারের ৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারী

- প্রকাশের সময় : ১১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩৭ বার পঠিত
আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ার সফলতার ৬ বছর পূর্ণ করেছে। নিউইয়র্কে হোম হেলথ কেয়ার সেবায় বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় এ দুটি প্রতিষ্ঠান স্বল্প সময়ে দ্রুত প্রসার লাভ করেছে- নিউইয়র্ক থেকে বাফেলো, লং আইল্যান্ড থেকে স্টেটেন আইল্যান্ড। কমিউনিটির সিনিয়রদের ঘরে বাইরে হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে আশা পরিবার। আশা হোম কেয়ার সেবার মানে অতি স্বল্প সময়ে অর্জন করেছে নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের সফল সম্মাননা। পেয়েছে বৃহত্তর লং-টার্ম কেয়ার এনথেম ব্রুক্রস অ্যাওয়ার্ড, এশিয়ান আমেরিকান চেম্বার অ্যাওয়ার্ড, নিউইয়র্ক স্টেট এসেম্বলি মেরিট সার্টিফিকেট, কুইন্স কাউন্টি বেষ্ট বিজনেস অ্যাওয়ার্ডসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বহু সম্মাননা সনদ। সিডিপ্যাপ ও পিসিএ হোম হেলথ কেয়ার সেবায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রথম সারির হোম কেয়ারে স্থান করে নিয়েছে আশা হোম কেয়ার।
নিউইয়র্কে কমিউনিটির সার্বিক সহায়তায় দিন দিন ব্যবসা প্রসারে এগিয়ে যাওয়ার ৬ বছর পূর্তিতে গত ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী অর্ধযুগ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে আশা পরিবার। মঙ্গলবার জ্যামাইকা আশা সোসাল এডাল্ট ডে কেয়ারে সেবা গ্রহিতা সিনিয়রদের নিয়ে কেক কাটেন আশা হোম কেয়ারের প্রসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান।
আগামী ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ৬ বছর পূর্তি উৎসব। এতে অংশ নিবেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মূলধারার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও ভাইস প্রেসিডেন্ট ঈশা রহমান অতি স্বল্প সময়ে তাদের প্রতিষ্ঠানের সফলতার জন্য নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সকলের প্রতি শুভেচছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কমিউনিটির সেবায় আগামীতে নিজস্ব নার্সিং সেন্টার, থেরাপি সেন্টার, পিসিএ ট্রেনিং স্কুল ও সর্বাধুনিক নিজস্ব ডে কেয়ার ভবন স্থাপনের প্রকল্প বাস্তবায়নে কাজ করছে আশা পরিবার। -প্রেস বিজ্ঞপ্তি।