বৃহৎ পরিসরে কাজ করতেই প্রার্থী হয়েছি, সবার সমর্থন চাই : শাহ নেওয়াজ
- প্রকাশের সময় : ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
- / ৬২৭ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন কার্যকরী পরিষদের নির্বাচনে ‘কুনু-আজম’ প্যানেল থেকে সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী শাহ নেওয়াজ বলেছেন, সমাজ সেবা করতে হলে ভালো, বড় পরিসর দরকার। আর প্রবাসী বাংলাদেশীদের জন্য সেবা করার উত্তম এবং অন্যতম প্লাটফর্ম হচ্ছে বাংলাদেশ সোসাইটি। কেননা, এই সোসাইটিই হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্বজন স্বীকৃত প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন, দেশের ৬৪টি জেলার প্রবাসীদের সংগঠন। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী ওয়াদা রক্ষার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি মূলধারার সাথে সোসাইটি তথা প্রবাসীদের সম্পৃক্ততার জন্য বিশেষ উদ্যোগ নেবো। কেননা, দিনে দিনে আমাদের কমিউনটির পরিধি বাড়ছে, বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা। কিন্তু বাড়েনি আমাদের অধিকার আর সুযোগ-সুবিধা। অথচ অন্যান্য কমিউনিটি তাদের জনসংখ্যার বলে সিটির নানান সুযোগ-সুবিধা লাভ করছে।
নিউইয়র্কে কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, জ্রাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর অন্যতম সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে বার্তা সংস্থা ইউএনএ’র সাথে আলাপকারে উপরোক্ত কথা বলেন। ১৭ আক্টোবর সোমবার রাতে জ্যাকসন হাইটস্থ তার এনওয়াই ব্রোকারেজ ইনক-এর অফিসে কথা হয় ইউএনএ প্রতিনিধির সাথে।
খুলনার সন্তান শাহ নেওয়াজন বলেন, প্রায় এক যুগ ধরে নিউইয়র্কে বসবাস করছি। ছোটবেলা থেকেই সমাজসেবার প্রতি আমার অন্য রকম ঝোক ছিলো। সময়-সুযোগ পেলেই স্কুল জীবন থেকে মানুষের সেবার নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। প্রবাসী জীবনের আগে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে মানব সেবায় কাজ করেছি। সেই আলোকেই প্রবাসেও নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রীধারী শাহ নেওয়াজ ইতিমধ্যেই তার কর্মকান্ড আর পৃষ্ঠপোষকতা দিয়ে কমিউনিটির সমাজসেবী হিসেবে পরিচিতি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এনওয়াই ব্রোকারেজ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও ছাড়াও প্রবাসের উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাব-এর প্রেসিডেন্ট, জেবিবি নিউইয়র্ক-এর অন্যতম সহ সভাপতি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র অন্যতম উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী রানু নেওয়াজ প্রবাসের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি দেশ ও প্রবাসের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামআজিক সংগঠনের নিয়মিত পৃষ্ঠপোষক। প্রবাসের সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ইতিমধ্যেই টিভি মিডিয়া ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক অ্যাওয়ার্ড লাভ করেছেন। যা তার কর্মপ্রেরণাকে আরো উদ্দীপ্ত করেছে।
শাহ নেওয়াজ বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘কুনু-আজম’ প্যানেলকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে আমরা কথায় নয়, কাজের মাধ্যমে আমাদের যোগ্যতা প্রমাণ করবো। বাংলাশে সোসাইটিতে সত্যিকারার্ইে একটি সৃজনশীল, যোগ্য, সৎ আর গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করবো।
এক প্রশ্নের উত্তরে শাহ নেওয়াজ দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশ সোসাইাটিকে নেতৃত্ব দেয়ার সকল যোগ্যতা বিশেষ করে প্রার্থীদের মেধা, শিক্ষা, সামাজিক অবস্থান সবই রয়েছে।
এদিকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা হিসেবে সংগঠনটির পক্ষ থেকে তাকে সহ ‘কুনু-আজম’ প্যানেলের আরো দুই প্রার্থীকে অনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। একই প্যানেলের প্রচার ও জনসংযোগ পদপ্রার্থী রিজু মোহাম্মদ এবং সাহিত্য সম্পাদক শেখ হায়দার আলী ফ্রেন্ডস সোসাইটরও কর্মকর্তা।