প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি
- প্রকাশের সময় : ০২:৫১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬
- / ৭৭০ বার পঠিত
১৯ সেপ্টেম্বর সোমবার : দুপুর ১২: ০০ অভিবাসী-শরণার্থী বিষয়ক হাই লেভেল প্ল্যানারি মিটিং। ভেনু- ইসিওএসসি চেম্বার, ইউ এন হেড কোয়ার্টার।
দুপুর ১২:১৫-১২:৩০ কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথে মিটিং। ভেনু- ইউ এন হেড কোয়ার্টার।
বেলা ০১:০০-০২:৪৫ বিসিআইইউএর সাথে মধ্যান্নভোজন এবং মিটিং। ভেনু – ডিউক অব উইন্ডসর স্যুট, ৪থ ফ্লোর, প্লেস অব রেসিডেন্স।
বিকেল ০৪:৩০-০৬:০০ রাউন্ড টেবিল কো-চেয়ার: অভিবাসী গ্রহণ ও প্রেরণ তথা শরনার্থী মোকেবলা’সহ ২০২১ সালের ‘রূপকল্প’ এবং ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়ন। ভেনু- কনফারেন্স রুম থ্রি।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার: সকাল ০৯:১৫- ০৯: ৪৫ বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জং ইয়ং কিম এর সাথে সাক্ষাত। ভেনু: মিটিং রুম, হোটেল ওয়াল্ডর্ফ, এস্টোরিয়া।
সকাল ১১:৩০ – ১২: ৩০ সাউথ সাউথ কো-অপারেশন বিষয়ক সাইড ইভেন্ট। ভেনু-কফারেন্স রুম ২, ইউএন হেড কোয়ার্টার
বেলা ২:১৫-০২:৪৫ নরওয়ের প্রধানমন্ত্রী কেনা সোলবার্গের সভাপতিত্বে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার পার্সপেক্টিভ বিষয়ক সাইড ইভেন্ট। ভেনু : কনফারেন্স রুম – ৪, ইউ এন হেড কোয়ার্টার।
বিকেল ০৩: ৩০-০৬: ৩০ প্রেসিডেন্ট বারাক ওবামা’র আয়োজনে শরণার্থী বিষয়ক শীর্ষ সম্মেলন। ভেনু: ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বার , ইউ এন হেড কোয়ার্টার।
২১ সেপ্টেম্বর বুধবার: দুপুর ১২:৩০- ০১:০০ সুইটজারল্যান্ডের প্রেসিডেন্টের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক। ভেনু : ইউ এন হেড কোয়ার্টার।
দুপুর ০১: ০০ – ০১: ৫৫ সুইডেনের প্রেসিডেন্ট স্টেফান লোভনের সাথে বৈশ্বিক সমতা বিষয়ক মিটিং। ভেনু: কনফারেন্স রুম-২, ইউ এন হেড কোয়ার্টার।
দুপুর ০২: ০০-০২: ০২:৩০ অস্ট্রেলিয়া সরকার, জাতিসংঘ নারী দপ্তর এবং বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আয়োজনে নারী বিষয়ক ইভেন্ট ‘মেকিং এভরি উইম্যান এন্ড গার্ল কাউন্ট’।. ভেনু : ইসিওএসসি চেম্বার, ইউ এন হেড কোয়ার্টার।
বেলা ০৩:৩০-০৩:৫৫ জলবায়ু বিষয়ক দ্বিতীয় সভা। ভেনু: কনফারেন্স রুম- ৮, ইউ এন হেড কোয়ার্টার।
বিকেল ০৪:০০- ০৪:২০ ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের সাথে দ্বি-পাক্ষিক মিটিং।
সন্ধ্যে ০৭-০৭:৩০ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে ভাষন । ভেনু: জেনারেল এসেম্বলি হল।
সন্ধ্যা ০৮-০৯:১৫ হোটেল গ্রান্ড হায়াতে যুক্তরাষ্ট্র আওয়ামী আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগদান।
২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: ০৯:০০ – ০৯:৪৫ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের একজিকিউটিভ ডিরেক্টরের সাথে সভা। ভেনু: মিটিং রুম, প্লেস অব রেসিডেন্স।
সকাল ১০:০০-১১:০০ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিক সম্মেলন।