নিউইয়র্ক ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে ৩৮ সিনেটর-অ্যাসেম্বলী সদস্যের স্বাক্ষর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮৫ বার পঠিত

ইউএনএ,নিউইয়র্ক : দীর্ঘ দিন দাবী-দাওয়ার পর নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে হালাল ফুড সরবরাহ এবং ঈদের ছুটির দাবী বাস্তবায়নের পর এবার বড়দিনের মতো দুই ঈদের (পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা) দিনকে নিউইয়র্ক রাজ্যে সাধারণ ছুটি ঘোষণার দাবী উঠেছে। চলমান এই আন্দোলনের সমর্থনে রাজ্য সিনেট ও অ্যাসেম্বলী হাউজের ৩৮ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন। এদিকে গত ৫ ফেব্রুয়ারী সোমবার রাজধানী আলবেনীর পার্লামেন্ট ভবনে আয়োজিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশে হয়েছে। এতে স্টেট সিনেট ও অ্যাসেম্বলীর সদস্যরা অংশ নেন এবং মুসলিম কমিউনিটির এই দাবীর প্রতি সমর্থন জানায়। খবর ইউএনএ’র।

সংশ্লিস্টরা জানান, গত ২ ফেব্রুয়ারী উত্থাপিত ঈদ বিলের কো-স্পন্সর হিসেবে ১২জন রাজ্য সিনেটর (বিল নং এস৬১৭৯) এবং ২৬জন অ্যাসেম্বলী সদস্য (বিল নং এ৩০৬৮) ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। দুই ঈদের ছুটির দাবীতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা ‘স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, আলবেনী পার্লামেন্ট ভবনে অপরাপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগঠনের কর্মীরা লবিং করেছে। এসময় অনেক সিনেটর ও অ্যাসেম্বলী সদস্য ঈদ বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ‘স্যাফেস্ট’ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে চলছে জোর লবিং। সমাবেশে মাজেদা এ উদ্দিন ছাড়াও ‘স্যাফেস্ট’ এর যুব বিষয়ক চেয়ারপার্সন সোহানা ইয়াসমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রস্তাবিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ বিলটিতে স্বাক্ষরকারী সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইসন সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, এ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। ষ্টেট অ্যাসেম্বলীম্যানের মধ্যে রয়েছেন জোহরান মামদানী, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র‌্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেজ-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম সহ আরো অনেকে।

উল্লেখ্য, সংশ্লিস্টদের মতে নিউইয়র্ক রাজ্যে ১০ লক্ষাধিক মুসলিম নার-নারীর বসবাস। মুসলিম কমিউনিটির বিভিন্ন দাবী-দাওয়ার মধ্যে বিগত ২০১৫ সালে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হয়। এদিন স্কুল খোলা থাকলেও মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুল গমন বাধ্যতামূলক নয়। সেই আলোকে নিউইয়র্ক রাজ্যে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবী অব্যাহত রয়েছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে ৩৮ সিনেটর-অ্যাসেম্বলী সদস্যের স্বাক্ষর

প্রকাশের সময় : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

ইউএনএ,নিউইয়র্ক : দীর্ঘ দিন দাবী-দাওয়ার পর নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে হালাল ফুড সরবরাহ এবং ঈদের ছুটির দাবী বাস্তবায়নের পর এবার বড়দিনের মতো দুই ঈদের (পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা) দিনকে নিউইয়র্ক রাজ্যে সাধারণ ছুটি ঘোষণার দাবী উঠেছে। চলমান এই আন্দোলনের সমর্থনে রাজ্য সিনেট ও অ্যাসেম্বলী হাউজের ৩৮ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন। এদিকে গত ৫ ফেব্রুয়ারী সোমবার রাজধানী আলবেনীর পার্লামেন্ট ভবনে আয়োজিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশে হয়েছে। এতে স্টেট সিনেট ও অ্যাসেম্বলীর সদস্যরা অংশ নেন এবং মুসলিম কমিউনিটির এই দাবীর প্রতি সমর্থন জানায়। খবর ইউএনএ’র।

সংশ্লিস্টরা জানান, গত ২ ফেব্রুয়ারী উত্থাপিত ঈদ বিলের কো-স্পন্সর হিসেবে ১২জন রাজ্য সিনেটর (বিল নং এস৬১৭৯) এবং ২৬জন অ্যাসেম্বলী সদস্য (বিল নং এ৩০৬৮) ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। দুই ঈদের ছুটির দাবীতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা ‘স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, আলবেনী পার্লামেন্ট ভবনে অপরাপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগঠনের কর্মীরা লবিং করেছে। এসময় অনেক সিনেটর ও অ্যাসেম্বলী সদস্য ঈদ বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ‘স্যাফেস্ট’ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে চলছে জোর লবিং। সমাবেশে মাজেদা এ উদ্দিন ছাড়াও ‘স্যাফেস্ট’ এর যুব বিষয়ক চেয়ারপার্সন সোহানা ইয়াসমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রস্তাবিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ বিলটিতে স্বাক্ষরকারী সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইসন সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, এ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। ষ্টেট অ্যাসেম্বলীম্যানের মধ্যে রয়েছেন জোহরান মামদানী, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র‌্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেজ-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম সহ আরো অনেকে।

উল্লেখ্য, সংশ্লিস্টদের মতে নিউইয়র্ক রাজ্যে ১০ লক্ষাধিক মুসলিম নার-নারীর বসবাস। মুসলিম কমিউনিটির বিভিন্ন দাবী-দাওয়ার মধ্যে বিগত ২০১৫ সালে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হয়। এদিন স্কুল খোলা থাকলেও মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুল গমন বাধ্যতামূলক নয়। সেই আলোকে নিউইয়র্ক রাজ্যে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবী অব্যাহত রয়েছে।