৯ বছর ধরে একই কমিটি: নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার গুঞ্জন : আসছে নতুন মুখ !
- প্রকাশের সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০১৫
- / ৮২৯ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম) ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে যুবদল, ছাত্রদল, মহিলাদল প্রভৃতি প্রতিষ্ঠা করেন। সেই থেকে মূল দলের পাশাপাশি দেশের রাজনীতিতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্ট সূত্র মতে, বাবু-সাব্বিরের নেতৃত্বে ৯০ দশকে যুক্তরাষ্ট্র যুবদলের কর্মকান্ড শুরু হয়। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের অনুমোদনে গোলাম রব্বানী ও নেছার আহমেদকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে প্রথম যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি গঠিত হয়। ২০০৬ সালে গঠিত বর্তমানে জাকির-সাঈদ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যুবদলের কেন্দ্র অনুমোদিত তৃতীয় বৈধ কমিটি। হিসেব অনুযায়ী নয় বছর যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃত্বের কোন পরিবর্তন নেই। দীর্ঘ প্রায় চার বছর ধরে কমিটি নেই যুক্তরাষ্ট্র বিএনপি’রও। প্রবাসে দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিএনপি’র মতো যুক্তরাষ্ট্র যুবদলেরও কমিটি পুনর্গঠনের দাবী উঠেছে সংগঠনটির অভ্যন্তরে। পাশাপশি দাবী উঠেছে যুক্তরাষ্ট্র ছাত্রদল, মহিলা দল ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটির ব্যাপারেও। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে আলাপকালে জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের পাশাপাশি তারা যুবদলের নেতৃত্বে পূর্নগঠন চান। বর্তমানে যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের প্রতি তাদের পূর্ণ আস্থা থাকলেও দলের বৃহত্তর স্বার্থে এবং যুক্তরাষ্ট্র যুবদলকে আরো গতিশীল ও চাঙ্গা করতে এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় তারা নেতৃত্বের পরিবর্তন তথা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি চান। সূত্র মতে, যুবদলের জাকির-সাঈদও যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটির গুরুত্বপূর্ণ পদে ‘প্রমোশন’ নিতে চান।
জানা গেছে, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি যুবদলের নেতৃত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র বিএনপির আগামী কমিটির অপেক্ষকৃত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে আগ্রহী। অপরদিকে সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি অথবা যুক্তরাষ্ট্র বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হতে আগ্রহী। অপরদিকে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি পদে আবু সাঈদ আহমদ ছাড়াও বর্তমান কমিটির অন্যতম সহ সভাপতি আহবাব হোসেন খোকন, আতিকুল হক আহাদ, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সরোয়ারার খান বাবু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা আগ্রহী বলে জানা গেছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে যুবদলের বর্তমান যুগ্ম সম্পাদক যথাক্রমে মিজানুর রহমান মিজান, রেজাউল আজাদ ভূঁইয়া, আমানত হোসেন আমান, আবুল কাশেম, একে এম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিটি যুবদলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী প্রমুখের নাম শুনা যাচ্ছে। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদে রেজাউল আজাদ ভূঁইয়া শক্ত প্রার্থী বলে দলের মধ্যে আলোচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র যুবদল সম্পর্কে সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ইউএনএ প্রতিনিধিকে বলেন, দীর্ঘ ৯ বছর ধরে যুক্তরাষ্ট্র যুবদলে নেতৃত্ব দিয়ে আসছি। কতটুকু সফল হয়েছি জানিনা, তবে সাধ্যমত দল ও দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি। তিনি যুক্তরাষ্ট্র যুবদলে আরো যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা দরকার এবং সঙ্গত কারণেই নতুন কমিটি হওয়ার দাবী রাখে উল্লেখ করে বলেন, আমি দলের জন্য কিছু করে থাকলে আগামীতেও দল, দলের নেতৃত্ব আর আমার সহযোগী যোদ্ধারা আমার মূল্যায়ন করবে সেই প্রত্যাশা রাখি।
আবু সাঈদ আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদের রাজনীতির প্রতি আসক্ত হয়ে স্কুলের ছাত্র থাকাকালীন সময় থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ঢাকার মতিঝিল এলাকা ছিলো আমার রাজনীতির সূতিকাগার। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র বিএনপি-যুবদলের রাজনীতিই আমার সব।
যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ ইউএনএ প্রতিনিধিকে বলেন, দল, দলের নেতৃত্ব আর আমার সহকর্মীরা চাইলে আমি যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃত্ব নিতে আগ্রহী। যুক্তরাষ্ট্র যুবদলের বর্তমান কমিটির মেয়াদ ৯ বছর হলো। এমতাস্থায় সংগঠনের নেতৃত্বের পরিবর্তন দরকার।
যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আজাদ ভূঁইয়া ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, ‘যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে আমি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি’। ছাত্র জীবন থেকেই ছাত্রদল-যুবদল তথা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, আমি বর্তমানে নিউইয়র্ক ষ্টেট যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। দল, দলের নেতৃত্ব আর সহযোদ্ধারা চাইলে আমি যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃত্ব দিতে চাই।