নিউইয়র্ক ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৪-৬ সেপ্টেম্বর নিউইয়র্কে ফোবানা বনাম এনএবিসি বিভক্তির সম্মেলন : কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • / ৬৩৩ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডের ছুটিতে অর্থাৎ আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম ফোবানা বাংলাদেশ সম্মেলন। পাশাপাশি একই সময়ে হচ্ছে এনএবিসি কনভেনশন। সম্মেলন দুটিকে কেন্দ্র করে আয়োজকদের প্রস্তুতি শেষ পর্যায়ে। এদিকে বিভক্তির এই সম্মেলন ঘিরে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে বিভক্ত ফোবানা সম্মেলন নিয়েও। চলতি বছর ফোবানায় ঐক্যের উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু এই ঐক্য প্রক্রিয়া বেশীদূর এগুতে পারেনি। ঐক্যের ব্যাপারে সংশ্লিষ্টরা আগামী বছরের অপেক্ষায় রয়েছেন। সচেতন প্রবাসীদের মতে ‘কমিউনিটি নেতৃবৃন্দের মোড়লীপনা’ দূর করতে না পারলে ফোবানায় ঐক্য সম্ভব নয়। অনুসন্ধানে জানা গেছে, ফোবানার সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অধিকাংশই ঐক্যের পক্ষে থাকলেও হাতেগোনা কয়েকজনের ‘ব্যক্তিগত’ ইগো সমস্যার কারণে এই প্রক্রিয়া দোদুল্যমান অবস্থায় রয়েছে। সংশ্লিস্টরা জানিয়েছেন, এবছর ফোবানার ঐক্য না হলেও আগামী বছর ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী। তাদের মতে দুই ফোবানা সম্মেলন আর এনএবিসি কনভেনশন থেকে আগামী বছর একই স্থানে একই সংগঠনকে পরবর্তী সম্মেলনের দায়িত্ব দেয়া হলেই ঐক্যবদ্ধ সম্মেলন সম্ভব।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও নিউইয়র্ক আর ওয়াশিংটন ডিসিতে বিভক্ত ফোবানা সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু সর্বশেষ খবরে জানা গেছে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন হচ্ছে না। এই সম্মেলন চলে গেছে কানাডার টরেন্টোতে। কিন্তু সেখানেও ফোবানা সম্মেলন হবে কি হবে না তা নিয়ে সংশ্লিস্টদের কোন তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে নিউইয়র্কে ফোবানা সম্মেলনের পাশাপাশি এনএবিসি কনভেনশন হচ্ছে।
ফোবানার বিভক্তিকে কেন্দ্র করে কমিউনিটির অপর একটি অংশ ফোবানা সম্মেলনের আদলে প্রথমে আমেরিকা-বাংলাদেশ সম্মেলন (এবিসি) নামে লেবার ডে উইকেন্ডে পাল্টা সম্মেলনের আয়োজন করে আসছে। পরবর্তীতে গত কয়েক বছর ধরে এবিসি সম্মেলন নর্থ আমেরিকা-বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) নামে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর ৫-৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অর্থাৎ ম্যানহাটানাস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে এনএবিসি সম্মেলন হচ্ছে।
একই শহরে একই ধরনের দুটি সম্মেলনের অদৌ প্রয়োজন রয়েছে কিনা এমন প্রশ্ন কমিউনিটির সচেতন প্রবাসীদের। বিভক্তির জন্য ক্ষোভ প্রকাশ করে তারা কমিউনিটি নেতৃবৃন্দকে দায়ী করে বলেছেন, বিভক্তির সম্মেলনে পৃষ্ঠপোষকতা করা উচিৎ, মিডিয়ার উচিৎ ঐক্যের স্বার্থে বিভক্তির কারণগুলো চিহ্নিত করে কমিউনিটিকে জানানো। উল্লেখ্য, বিভক্তির সম্মেলন বা কনভেনশন ঘিরে পুরো কমিউনিটিই বিভক্ত হয়ে পড়েছে। কে কোন সম্মেলনে যাবেন তা নিয়েও অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
FOBANA Logo'2015ফোবানা সম্মেলন: ‘হৃদয়ে অকাশ প্রকাশে বাঙালী’ শ্লোগান নিয়ে নিউইয়র্কের ইয়র্ক কলেজের পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য এবারের ২৯তম ফোবানা সম্মেলনের সকল প্রস্তুত সম্পন্ন বলে দাবী করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এবছর নিউইয়র্ক ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ লীগ অব আমেরিকা। ফোবানা সম্মেলন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলন নিয়ে দেশ এবং প্রবাসে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েকশত বাঙালী পরিবার এ উপলক্ষে বিশ্বের রাজধানীতে বেড়াতে আসবেন বলে আয়োজকরা দাবী করেছেন। চারদিকে আনন্দ এবং উৎসাহের আমেজ বিরাজ করছে। বাইরের অতিথি ছাড়াও শুধু নিউইয়র্ক নয় আশপাশের অঙ্গরাজ্যগুলোর প্রবাসীরাও যোগ দেবেন ফোবানা সম্মেলনে। ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানা’র ২৯তম সম্মেলনের হোস্ট সংগঠন এবং প্রবাসী বাঙালীদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা হচ্ছেন এবারের আহবায়ক। এছাড়া সদস্য সচিব হলেন প্রবাসের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, চীফ এডভাইজর মুক্তিযোদ্ধা ও নিউজার্সীর সিটি কাউন্সিলম্যান ড. নূরান নবী, চীফ কো-অর্ডিনেটর আব্দুল শাহীন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর নূরুল আমিন, এক্সিকিউটিভ কো-কনভেনর আব্দুল হাই জিয়া, কো-কনভেনর আব্দুল কাদের মিয়া।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডিউক খান আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন আজাদুল হক। তিন দিনের এই সম্মেলনের কর্মকান্ডের মধ্যে কালচারাল শো, সাহিত্য, কাব্য জলসা, চিত্র প্রদর্শনী, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, ফ্যাশন শো, বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট, তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, অটিজম, স্বাস্থ্য, মূলধারার রাজনীতি আর নতুন প্রজন্মের অংশগ্রহনে মিলন মেলা ও সেমিনার। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনের কর্মসূচী চলবে বিকেল ৪টা থেকে রাত ১২টা। বাকী দুদিন অর্থাৎ ৫-৬ সেপ্টেম্বর কর্মকান্ড চলবে বেলা ১২টা থকে রাত ১২টা পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের ফোবানা সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধি হিসেবে আসবেন হোয়াইট হাউজে এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। অতিথিদের তালিকায় রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীগণের প্রধান সমন্বয়কারী আইজিপি আব্দুল হান্নান সহ বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা সম্পাদক। সম্মেলনে পরম শ্রদ্ধেয় একজন মিডিয়া পারসোনালিটিকে এবার ‘লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ডস’ দেয়া হবে। ফোবানার মিডিয়া কমিটিতে চেয়ারপারসন আকবর হায়দার কিরণ ছাড়াও রয়েছেন মিনহাজ আহমেদ সাম্মু, নিহার সিদ্দিকী, জাহেদ শরিফ ও মশিউর রহমান। সোশাল মিডিয়ার বদৌলতে এখন বিশ্বের আনাচে কানাচে বাঙালীদের কাছে একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ইভেন্ট ফোবানা। ফেসবুকের ফোবানা ফ্যান পেইজে রয়েছেন কয়েক হাজার মেম্বার। আশা করা হচ্ছে এবারের ফোবানা একটি মাইলফলক হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেবে-এমন দাবী আয়োজকদের।
ফোবানা সম্মেলনের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের তালিকায় রয়েছেন কলকাতার মিতালী মুখার্জী আর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যথাক্রমে ফেরদৌস ওয়াহিদ, শ্রভ্র দেব, রবি চৌধুরী, হাবিব প্রমুখ জনপ্রিয় শিল্পী ছাড়াও চিরকুট ব্যান্ড। শিল্পীদের তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুকাভিনেতা কাজি মশহুরুল হুদা এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ।
ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের রিহারসেল চলছে পুরোমাত্রায়। এস্টোরিয়াতে অবস্থিত এনটিভি ভবনের সাথে লাগোয়া বিপা মিলনায়তনে গান এবং নাচের রিহারসেল নিয়ে ব্যস্ত সময় কাটছে সেলিমা আশরাফ ও অ্যানি ফেরদৌস নেতৃত্বাধীন কালচারাল কমিটির। এই কমিটির চেয়ারপারসন শারমিন রেজা ইভা এবং কো-চেয়ারপারসন আবীর আলমগীর উত্তর আমেরিকার সকল সেরাদের জড় করেছেন। প্রতিটি রিহারসেল অনুষ্ঠানে দেখা যায় অংশগ্রহণকারীদের ভীড়। সেলিমা আশরাফের প্রশিক্ষণ ও পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত গাইবেন শতাধিক শিল্পী। বিশিষ্ট সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ থাকছেন সঙ্গীত আয়োজন এবং অডিও রেকর্ডিং-এ। অপরদিকে ছোট-বড় এবং ছোটদের নিয়ে বিশেষ নাচের অনুষ্ঠানের পরিচালনা, কোরিওগ্রাফি পোশাক পরিকল্পনায় রয়ছেন অ্যানি ফেরদৌস। ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘ফিরে চল মাটির টানে’।
ফোবানা সম্মেলনে ভিআইপি টিকিটের মূল্য ৭৫ ডলার, সাধারণ আসন ২৫ ডলার আর ব্যালকনির আসনের মূল্য ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
NABC Convention Logo'2015এনএবিসি কনভেনশন: ইউএস-বাংলা এসোসিয়েশন অব নিউইয়র্ক ইনক আয়োজিত ম্যানহাটানাস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে ৫-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এনএবিসি কনভেনশনেরও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কনভেনশনের কর্মকান্ড চলবে দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত। এই সম্মেলনে সকল প্রবাসীর প্রবেশাধিকার ফ্রি। ‘প্রবাসে বাংলাদেশ‘ শিরোনামের এই কনভেনশনের কনভেনর হচ্ছেন ড. রফিক আহমেদ আর সদস্য সচিব হচ্ছেন আবুল ফজল দিদারুল ইসলাম দিদার। এছাড়া চীফ কো অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন মঞ্জুর হোসেন, সিনিয়র কো অর্ডিনেটর হারুন ভূইয়া আর কো অর্ডিনেটর নিজাম উদ্দিন। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে কালচারাল শো, সেমিনার, কাব্য জলসা, নতুন প্রজন্মের অংশগ্রহণে সেমিনার, ফ্যাশন শো প্রভৃতি। এছাড়াও থাকবে দেশী-বিদেশী স্টল।
এনএবিসি কনভেনশনের প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীদের তালিকায় রয়েছেন বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন আর মমতাজ, ডলি সায়ন্তনী সহ পড়শী, সুমি, চুমকি, নাজ, রেজওয়ান প্রমুখ। আরো থাকবেন বলিউড তারকা মৌ মূখার্জী ও ঐশ্বরিয়া নিগম সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

৪-৬ সেপ্টেম্বর নিউইয়র্কে ফোবানা বনাম এনএবিসি বিভক্তির সম্মেলন : কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশের সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডের ছুটিতে অর্থাৎ আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম ফোবানা বাংলাদেশ সম্মেলন। পাশাপাশি একই সময়ে হচ্ছে এনএবিসি কনভেনশন। সম্মেলন দুটিকে কেন্দ্র করে আয়োজকদের প্রস্তুতি শেষ পর্যায়ে। এদিকে বিভক্তির এই সম্মেলন ঘিরে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে বিভক্ত ফোবানা সম্মেলন নিয়েও। চলতি বছর ফোবানায় ঐক্যের উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু এই ঐক্য প্রক্রিয়া বেশীদূর এগুতে পারেনি। ঐক্যের ব্যাপারে সংশ্লিষ্টরা আগামী বছরের অপেক্ষায় রয়েছেন। সচেতন প্রবাসীদের মতে ‘কমিউনিটি নেতৃবৃন্দের মোড়লীপনা’ দূর করতে না পারলে ফোবানায় ঐক্য সম্ভব নয়। অনুসন্ধানে জানা গেছে, ফোবানার সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অধিকাংশই ঐক্যের পক্ষে থাকলেও হাতেগোনা কয়েকজনের ‘ব্যক্তিগত’ ইগো সমস্যার কারণে এই প্রক্রিয়া দোদুল্যমান অবস্থায় রয়েছে। সংশ্লিস্টরা জানিয়েছেন, এবছর ফোবানার ঐক্য না হলেও আগামী বছর ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী। তাদের মতে দুই ফোবানা সম্মেলন আর এনএবিসি কনভেনশন থেকে আগামী বছর একই স্থানে একই সংগঠনকে পরবর্তী সম্মেলনের দায়িত্ব দেয়া হলেই ঐক্যবদ্ধ সম্মেলন সম্ভব।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও নিউইয়র্ক আর ওয়াশিংটন ডিসিতে বিভক্ত ফোবানা সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু সর্বশেষ খবরে জানা গেছে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন হচ্ছে না। এই সম্মেলন চলে গেছে কানাডার টরেন্টোতে। কিন্তু সেখানেও ফোবানা সম্মেলন হবে কি হবে না তা নিয়ে সংশ্লিস্টদের কোন তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে নিউইয়র্কে ফোবানা সম্মেলনের পাশাপাশি এনএবিসি কনভেনশন হচ্ছে।
ফোবানার বিভক্তিকে কেন্দ্র করে কমিউনিটির অপর একটি অংশ ফোবানা সম্মেলনের আদলে প্রথমে আমেরিকা-বাংলাদেশ সম্মেলন (এবিসি) নামে লেবার ডে উইকেন্ডে পাল্টা সম্মেলনের আয়োজন করে আসছে। পরবর্তীতে গত কয়েক বছর ধরে এবিসি সম্মেলন নর্থ আমেরিকা-বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) নামে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর ৫-৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অর্থাৎ ম্যানহাটানাস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে এনএবিসি সম্মেলন হচ্ছে।
একই শহরে একই ধরনের দুটি সম্মেলনের অদৌ প্রয়োজন রয়েছে কিনা এমন প্রশ্ন কমিউনিটির সচেতন প্রবাসীদের। বিভক্তির জন্য ক্ষোভ প্রকাশ করে তারা কমিউনিটি নেতৃবৃন্দকে দায়ী করে বলেছেন, বিভক্তির সম্মেলনে পৃষ্ঠপোষকতা করা উচিৎ, মিডিয়ার উচিৎ ঐক্যের স্বার্থে বিভক্তির কারণগুলো চিহ্নিত করে কমিউনিটিকে জানানো। উল্লেখ্য, বিভক্তির সম্মেলন বা কনভেনশন ঘিরে পুরো কমিউনিটিই বিভক্ত হয়ে পড়েছে। কে কোন সম্মেলনে যাবেন তা নিয়েও অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
FOBANA Logo'2015ফোবানা সম্মেলন: ‘হৃদয়ে অকাশ প্রকাশে বাঙালী’ শ্লোগান নিয়ে নিউইয়র্কের ইয়র্ক কলেজের পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য এবারের ২৯তম ফোবানা সম্মেলনের সকল প্রস্তুত সম্পন্ন বলে দাবী করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এবছর নিউইয়র্ক ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ লীগ অব আমেরিকা। ফোবানা সম্মেলন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলন নিয়ে দেশ এবং প্রবাসে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েকশত বাঙালী পরিবার এ উপলক্ষে বিশ্বের রাজধানীতে বেড়াতে আসবেন বলে আয়োজকরা দাবী করেছেন। চারদিকে আনন্দ এবং উৎসাহের আমেজ বিরাজ করছে। বাইরের অতিথি ছাড়াও শুধু নিউইয়র্ক নয় আশপাশের অঙ্গরাজ্যগুলোর প্রবাসীরাও যোগ দেবেন ফোবানা সম্মেলনে। ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানা’র ২৯তম সম্মেলনের হোস্ট সংগঠন এবং প্রবাসী বাঙালীদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা হচ্ছেন এবারের আহবায়ক। এছাড়া সদস্য সচিব হলেন প্রবাসের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, চীফ এডভাইজর মুক্তিযোদ্ধা ও নিউজার্সীর সিটি কাউন্সিলম্যান ড. নূরান নবী, চীফ কো-অর্ডিনেটর আব্দুল শাহীন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ কো-কনভেনর নূরুল আমিন, এক্সিকিউটিভ কো-কনভেনর আব্দুল হাই জিয়া, কো-কনভেনর আব্দুল কাদের মিয়া।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডিউক খান আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন আজাদুল হক। তিন দিনের এই সম্মেলনের কর্মকান্ডের মধ্যে কালচারাল শো, সাহিত্য, কাব্য জলসা, চিত্র প্রদর্শনী, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, ফ্যাশন শো, বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট, তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, অটিজম, স্বাস্থ্য, মূলধারার রাজনীতি আর নতুন প্রজন্মের অংশগ্রহনে মিলন মেলা ও সেমিনার। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনের কর্মসূচী চলবে বিকেল ৪টা থেকে রাত ১২টা। বাকী দুদিন অর্থাৎ ৫-৬ সেপ্টেম্বর কর্মকান্ড চলবে বেলা ১২টা থকে রাত ১২টা পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের ফোবানা সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধি হিসেবে আসবেন হোয়াইট হাউজে এশিয়ান আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। অতিথিদের তালিকায় রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীগণের প্রধান সমন্বয়কারী আইজিপি আব্দুল হান্নান সহ বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা সম্পাদক। সম্মেলনে পরম শ্রদ্ধেয় একজন মিডিয়া পারসোনালিটিকে এবার ‘লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ডস’ দেয়া হবে। ফোবানার মিডিয়া কমিটিতে চেয়ারপারসন আকবর হায়দার কিরণ ছাড়াও রয়েছেন মিনহাজ আহমেদ সাম্মু, নিহার সিদ্দিকী, জাহেদ শরিফ ও মশিউর রহমান। সোশাল মিডিয়ার বদৌলতে এখন বিশ্বের আনাচে কানাচে বাঙালীদের কাছে একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ইভেন্ট ফোবানা। ফেসবুকের ফোবানা ফ্যান পেইজে রয়েছেন কয়েক হাজার মেম্বার। আশা করা হচ্ছে এবারের ফোবানা একটি মাইলফলক হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেবে-এমন দাবী আয়োজকদের।
ফোবানা সম্মেলনের মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের তালিকায় রয়েছেন কলকাতার মিতালী মুখার্জী আর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যথাক্রমে ফেরদৌস ওয়াহিদ, শ্রভ্র দেব, রবি চৌধুরী, হাবিব প্রমুখ জনপ্রিয় শিল্পী ছাড়াও চিরকুট ব্যান্ড। শিল্পীদের তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুকাভিনেতা কাজি মশহুরুল হুদা এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ।
ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের রিহারসেল চলছে পুরোমাত্রায়। এস্টোরিয়াতে অবস্থিত এনটিভি ভবনের সাথে লাগোয়া বিপা মিলনায়তনে গান এবং নাচের রিহারসেল নিয়ে ব্যস্ত সময় কাটছে সেলিমা আশরাফ ও অ্যানি ফেরদৌস নেতৃত্বাধীন কালচারাল কমিটির। এই কমিটির চেয়ারপারসন শারমিন রেজা ইভা এবং কো-চেয়ারপারসন আবীর আলমগীর উত্তর আমেরিকার সকল সেরাদের জড় করেছেন। প্রতিটি রিহারসেল অনুষ্ঠানে দেখা যায় অংশগ্রহণকারীদের ভীড়। সেলিমা আশরাফের প্রশিক্ষণ ও পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত গাইবেন শতাধিক শিল্পী। বিশিষ্ট সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ থাকছেন সঙ্গীত আয়োজন এবং অডিও রেকর্ডিং-এ। অপরদিকে ছোট-বড় এবং ছোটদের নিয়ে বিশেষ নাচের অনুষ্ঠানের পরিচালনা, কোরিওগ্রাফি পোশাক পরিকল্পনায় রয়ছেন অ্যানি ফেরদৌস। ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘ফিরে চল মাটির টানে’।
ফোবানা সম্মেলনে ভিআইপি টিকিটের মূল্য ৭৫ ডলার, সাধারণ আসন ২৫ ডলার আর ব্যালকনির আসনের মূল্য ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
NABC Convention Logo'2015এনএবিসি কনভেনশন: ইউএস-বাংলা এসোসিয়েশন অব নিউইয়র্ক ইনক আয়োজিত ম্যানহাটানাস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে ৫-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এনএবিসি কনভেনশনেরও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কনভেনশনের কর্মকান্ড চলবে দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত। এই সম্মেলনে সকল প্রবাসীর প্রবেশাধিকার ফ্রি। ‘প্রবাসে বাংলাদেশ‘ শিরোনামের এই কনভেনশনের কনভেনর হচ্ছেন ড. রফিক আহমেদ আর সদস্য সচিব হচ্ছেন আবুল ফজল দিদারুল ইসলাম দিদার। এছাড়া চীফ কো অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন মঞ্জুর হোসেন, সিনিয়র কো অর্ডিনেটর হারুন ভূইয়া আর কো অর্ডিনেটর নিজাম উদ্দিন। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে কালচারাল শো, সেমিনার, কাব্য জলসা, নতুন প্রজন্মের অংশগ্রহণে সেমিনার, ফ্যাশন শো প্রভৃতি। এছাড়াও থাকবে দেশী-বিদেশী স্টল।
এনএবিসি কনভেনশনের প্রধান আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীদের তালিকায় রয়েছেন বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন আর মমতাজ, ডলি সায়ন্তনী সহ পড়শী, সুমি, চুমকি, নাজ, রেজওয়ান প্রমুখ। আরো থাকবেন বলিউড তারকা মৌ মূখার্জী ও ঐশ্বরিয়া নিগম সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)