নিউইয়র্ক ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৬ ড্রিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলী হোসেনের পিতার ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • / ১৫৩৩ বার পঠিত

নিউইয়র্ক: এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট আলী হোসেন-এর পিতা আহমদ হোসেন (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। গত ২৭ মে শুক্রবার বাদ এশা তিনি নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অনেক আতœীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী আলী হোসেন জানান, ঘটনার দিন স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ীতে ফেরার পর বুকে ব্যাথা এবং অস্বস্তি অনুভব করেন। এসময় স্ত্রী ও পুত্ররা তার কাছে এসে শারীরিক খোঁজ-খবর নিতে না নিতেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।
ব্যক্তিগত জীবনে ধর্মপ্রাণ, সদালাপি ও সমাজসেবী আহমদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরদিন ২৮ মে শনিবার সকালে মরহুম আহমদ হোসেনের জানাজা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ বিপুল সংখ্যক লোকজন জানাজায় শরীক হন।
উল্লেখ্য, আহমদ হোসেন জীবিত থাকাকালীন সময়ে সমাজ সেবার লক্ষ্যে মরহুমের কনিষ্ট পুত্র নিউইয়র্ক প্রবাসী আলী হোসেন এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএসএ ইনক প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই এই ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই ও বাংলাদেশে নিজ এলাকা ঢাকার কেরানীগঞ্জের গবীর-মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান এবং প্রবাসে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করে প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

১৬ ড্রিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলী হোসেনের পিতার ইন্তেকাল

প্রকাশের সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬

নিউইয়র্ক: এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট আলী হোসেন-এর পিতা আহমদ হোসেন (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। গত ২৭ মে শুক্রবার বাদ এশা তিনি নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অনেক আতœীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী আলী হোসেন জানান, ঘটনার দিন স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ীতে ফেরার পর বুকে ব্যাথা এবং অস্বস্তি অনুভব করেন। এসময় স্ত্রী ও পুত্ররা তার কাছে এসে শারীরিক খোঁজ-খবর নিতে না নিতেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।
ব্যক্তিগত জীবনে ধর্মপ্রাণ, সদালাপি ও সমাজসেবী আহমদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরদিন ২৮ মে শনিবার সকালে মরহুম আহমদ হোসেনের জানাজা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ বিপুল সংখ্যক লোকজন জানাজায় শরীক হন।
উল্লেখ্য, আহমদ হোসেন জীবিত থাকাকালীন সময়ে সমাজ সেবার লক্ষ্যে মরহুমের কনিষ্ট পুত্র নিউইয়র্ক প্রবাসী আলী হোসেন এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএসএ ইনক প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই এই ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই ও বাংলাদেশে নিজ এলাকা ঢাকার কেরানীগঞ্জের গবীর-মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান এবং প্রবাসে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করে প্রশংসিত হয়েছে।