নিউইয়র্ক ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল ১৮ জুন বনভোজন ৩১ আগষ্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • / ৬৫৫ বার পঠিত

নিউইয়র্ক: হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র মাসিক সভা গত ৩ এপ্রিল এস্টোরিয়ার একটি রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফি উদ্দীন তালুকদারের পরিচালনায় সভায় আগামী ১৮ জুন ইফতার মাহফিল ও ৩১ আগষ্ট বার্ষিক বনভোজনের দিন ধার্য্য করা হয়।
সভায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আসন্ন নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ কে নির্বাচন কমিশন হিসাবে নির্বাচিত করায় সংগঠনের পক্ষ থেকে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বরির চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দীন আহমদ ও জালালাবাদ এসোশিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ-কে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কর্তৃক সম্বর্ধনা দেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে এড. নাসির উদ্দীন বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীদের প্রথম সংগঠন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি ১৯৮৮ সালে গঠন হওয়ার পর থেকে আপন গতিতে সংগঠনটি আজ একটি স্বচ্ছ ও বৃহৎ সংগঠন হিসাবে প্রবাসে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে। সমিতির সদস্যরা একে অন্যের প্রতি সম্মান ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে দীর্ঘ দিন ধরে স্থানীয় ও প্রবাসী হবিগঞ্জবাসীর যে কোন প্রয়োজনে সহায়তা করে আসছে। সমিতির উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে হবিগঞ্জ মহিলা কলেজে ভবনের তিনতলা নির্মাণ, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্মাণে আর্থিক সহায়তাসহ কন্যাদান প্রকল্পের মাধ্যমে প্রতিবছর একাধিক দরিদ্র পিতার কন্যা বিবাহে আর্থিক সহায়তা করে আসছে। এছাড়াও মেধাবী গরীব ছাত্রদের উচ্চতর ডিগ্রী অর্জনে আর্থিক অনুদানসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে আসছে।
তিনি বলেন, সম্প্রতি জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক প্রায় কোটি টাকা মূল্য পরিমান চারটি ডায়ালেসিস মেশিন সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হস্তান্তর করা হয়, প্রবাসী হবিগঞ্জবাসীর সর্ববৃহৎ মিলন মেলা বার্ষিক বনভোজন ও প্রতি বছর পবিত্র রমজান মাসে শতাধিক লোকের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে থাকে। এছাড়াও জাতীয় দিবস বিশেষ করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে আসছে। পারস্পরিক বন্ধুত্ব ও প্রবীণ -নবীনদের আন্তরিক পরিবেশে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি কমিনিউটিতে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তিনি আরো বলেন, যখন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি ও অন্যান্য সংগঠনের মাধ্যমে প্রবাসে হবিগঞ্জ বাসী একটি সম্মানজনক অবস্থানে টিক তখনই গুটিকয়েক লোকের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠনের পদপদবী নিয়ে কাড়াকাড়ি করছে, বেশ কিছু দিন যাবৎ দুইভাগে বিভক্ত হয়ে স্ব স্ব গ্রুপের পাল্টা-পাল্টি সভা করে একে অন্যকে বিভিন্ন আপত্তিজনক ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছে, যা প্রবাসী হবিগঞ্জবাসীর জন্য লজ্জার কারণ। তিনি বলেন, নেতৃবৃন্দের আচার-আচরণের সাথে হবিগঞ্জবাসীর সম্মান জড়িত। হবিগঞ্জ জেলার লোকজন হবিগেঞ্জর বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাই প্রবাসী হবিগঞ্জবাসীদের আহ্বান জানাই সংযত হওয়ার জন্য। তিনি আলোচনার ভিত্তিতে হবিগঞ্জ জেলা সমিতির উদ্ভুত পরিস্থিতি নিরসন সম্ভব বলে জানান।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ নজমুল হাসান কোবাদ, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাব্বির হোসেন, মোহাম্মদ রেজাউল আজাদ ভূঁইয়া, আতাউর রহমান, শাহ গোলাম রহীম শ্যামল, আকবর হোসেন স্বপন, গিয়াস উদ্দীন, মিলন , ছুরুত আলী মাষ্টার, সৈয়দ সাহাব প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল ১৮ জুন বনভোজন ৩১ আগষ্ট

প্রকাশের সময় : ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬

নিউইয়র্ক: হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র মাসিক সভা গত ৩ এপ্রিল এস্টোরিয়ার একটি রেষ্ট্যুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফি উদ্দীন তালুকদারের পরিচালনায় সভায় আগামী ১৮ জুন ইফতার মাহফিল ও ৩১ আগষ্ট বার্ষিক বনভোজনের দিন ধার্য্য করা হয়।
সভায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আসন্ন নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ কে নির্বাচন কমিশন হিসাবে নির্বাচিত করায় সংগঠনের পক্ষ থেকে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বরির চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দীন আহমদ ও জালালাবাদ এসোশিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ-কে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কর্তৃক সম্বর্ধনা দেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে এড. নাসির উদ্দীন বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীদের প্রথম সংগঠন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি ১৯৮৮ সালে গঠন হওয়ার পর থেকে আপন গতিতে সংগঠনটি আজ একটি স্বচ্ছ ও বৃহৎ সংগঠন হিসাবে প্রবাসে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে। সমিতির সদস্যরা একে অন্যের প্রতি সম্মান ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে দীর্ঘ দিন ধরে স্থানীয় ও প্রবাসী হবিগঞ্জবাসীর যে কোন প্রয়োজনে সহায়তা করে আসছে। সমিতির উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে হবিগঞ্জ মহিলা কলেজে ভবনের তিনতলা নির্মাণ, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল নির্মাণে আর্থিক সহায়তাসহ কন্যাদান প্রকল্পের মাধ্যমে প্রতিবছর একাধিক দরিদ্র পিতার কন্যা বিবাহে আর্থিক সহায়তা করে আসছে। এছাড়াও মেধাবী গরীব ছাত্রদের উচ্চতর ডিগ্রী অর্জনে আর্থিক অনুদানসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে আসছে।
তিনি বলেন, সম্প্রতি জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক প্রায় কোটি টাকা মূল্য পরিমান চারটি ডায়ালেসিস মেশিন সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে হস্তান্তর করা হয়, প্রবাসী হবিগঞ্জবাসীর সর্ববৃহৎ মিলন মেলা বার্ষিক বনভোজন ও প্রতি বছর পবিত্র রমজান মাসে শতাধিক লোকের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে থাকে। এছাড়াও জাতীয় দিবস বিশেষ করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে আসছে। পারস্পরিক বন্ধুত্ব ও প্রবীণ -নবীনদের আন্তরিক পরিবেশে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি কমিনিউটিতে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তিনি আরো বলেন, যখন হবিগঞ্জ জেলা কল্যান সমিতি ও অন্যান্য সংগঠনের মাধ্যমে প্রবাসে হবিগঞ্জ বাসী একটি সম্মানজনক অবস্থানে টিক তখনই গুটিকয়েক লোকের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠনের পদপদবী নিয়ে কাড়াকাড়ি করছে, বেশ কিছু দিন যাবৎ দুইভাগে বিভক্ত হয়ে স্ব স্ব গ্রুপের পাল্টা-পাল্টি সভা করে একে অন্যকে বিভিন্ন আপত্তিজনক ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছে, যা প্রবাসী হবিগঞ্জবাসীর জন্য লজ্জার কারণ। তিনি বলেন, নেতৃবৃন্দের আচার-আচরণের সাথে হবিগঞ্জবাসীর সম্মান জড়িত। হবিগঞ্জ জেলার লোকজন হবিগেঞ্জর বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাই প্রবাসী হবিগঞ্জবাসীদের আহ্বান জানাই সংযত হওয়ার জন্য। তিনি আলোচনার ভিত্তিতে হবিগঞ্জ জেলা সমিতির উদ্ভুত পরিস্থিতি নিরসন সম্ভব বলে জানান।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ নজমুল হাসান কোবাদ, মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাব্বির হোসেন, মোহাম্মদ রেজাউল আজাদ ভূঁইয়া, আতাউর রহমান, শাহ গোলাম রহীম শ্যামল, আকবর হোসেন স্বপন, গিয়াস উদ্দীন, মিলন , ছুরুত আলী মাষ্টার, সৈয়দ সাহাব প্রমুখ।