স্বরাষ্ট্রমন্ত্রী’র সাথে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আপেলের সাক্ষাৎ

- প্রকাশের সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
- / ৬৫০ বার পঠিত
নিউইয়র্ক: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল। গত ১৬ জানুয়ারী শনিবার সকালে লং আইল্যান্ড সিটিস্থ হলিডে ইন হোটেল কক্ষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এসময় সেখানে উপস্থি ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে সাক্ষাৎকালে মিজানুর রহমান আপেল প্রবাসী টাঙ্গাইলবাসীদের কর্মকান্ড মন্ত্রীকে অবহিত এবং টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীর সৃদৃষ্টি কামনা এবং সরকারের ভালো কাজের প্রশংসা করেন। মন্ত্রী এসময় প্রবাসী দেশের অন্যতম সুনামধন্য জেলা হিসেবে টাঙ্গাইল-এর প্রশংসা করেন এবং জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সরকারের সুনজর থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, মেক্সিকো সফর শেষে দেশে ফেরার সময় স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রও সফর করেন।