স্পীকার ড. শিরীনের বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন

- প্রকাশের সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫
- / ৫৩৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি গত ১৬ মার্চ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান, এনডিসি সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।
কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্পীকার প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীগণ যেভাবে আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছেন সেজন্য স্পীকার তাদের প্রশংসা করেন। কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন। পরে তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে. আব্দুল মোমেন ও উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।