স্ট্যাটান আইল্যান্ডবাসীদের জন্য সুখবর : ২৪ ঘন্টাই ফেরি
- প্রকাশের সময় : ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
- / ৬২৫ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের স্ট্যাটান আইল্যান্ডের বাসিন্দাদের জন্য একটি সুখবর আছে। এখন থেকে মধ্যরাতে বাড়ি ফিরতে তাদেরকে আর ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না। দিন রাত ২৪ ঘন্টাই ৩০ মিনিট অন্তর অন্তর চলবে স্ট্রাটেন আইল্যন্ড ফেরি।
আগামী মে মাস থেকে ফেরির এই নতুন সময়ুসচি অনুযায়ী চলাচল কার্যকর হতে পারে। বুধবার (১ এপ্রিল) মেয়র বিলডি ব্লাজিও এই ঘোষনা দেন। এতে করে প্রতিদিন অন্ততঃ ১২টি বাড়তি ফেরি সার্ভিস চালাতে হবে। এজন্য প্রতি বছর যে ৭ লাখ ডলার বাড়তি খরচ হবে শিগগীরই তা বরাদ্দ দেয়ারও ঘোষনা দেন মেয়র। এ সময় মেয়র আশা করেন, এতে করে স্ট্যাটান আইল্যান্ডের বাসিন্দাদের যাতায়াত সুবিধার পাশাপাশি আইল্যান্ডের সার্বিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য বাড়বে। এছাড়া নিউইয়র্কের অন্য বুরোর বাসিন্দাদের সাথেও তাদের যোগাযোগে নতুন মাত্রা তৈরী হবে বলে আশা করেন তিনি। মেয়রের এই ঘোষণার মাধ্যমে স্টাটের আইল্যান্ডের বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী পুরণ হলো। টাইম টিভি।
















