নিউইয়র্ক ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সোমবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে ওয়ান টু থ্রি সাবওয়ে ট্রেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪
  • / ৮৩৩ বার পঠিত

নিউইয়র্ক: জরুরী মেরামত কাজের জন্য সোমবার (১ ডিসেম্বর) থেকে টানা পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে থাকবে নিউইয়র্ক সিটির ওয়ান টু এবং থ্রি এই তিনটি সাবওয়ে ট্রেনের রত্রিকালীন স্বাভাবিক চলাচল।
নিউইয়র্কের টাইম টেলিভিশনের খবরে বলা হয়েছে: সোমবার বিকেলের পর থেকে শুরু হবে তিনটি সাবওয়ে লাইনে এই রাত্রিকালীন সংস্কার কর্মসুচী। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে পাচঁ দিনের এই সংস্কার কর্মসুচী। এসময় ম্যানহাট অভিমুখি ওয়ান ট্রেনের চলবে থার্টিফোর স্ট্রিট প্যান স্টেশন পর্যন্ত। ফলে ওয়ান ট্রেনের প্যান স্টেশন থেকে সাউথ ফেরী পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে। এই সময়ে টু ট্রেন ব্রঙ্কস এর ডায়ার এভিনিউ থেকে ইস্ট ওয়ান হানড্রেড এইটি স্ট্রিট পর্যন্ত চলবে ফাইভ ট্রেন লাইনে। সেখান থেকে প্যান স্টেশন পর্যন্ত লোকাল সার্ভিসে চলবে টু ট্রেন। থ্রি ট্রেন সার্ভিস এসময় সম্পুর্ণ বন্ধ থাকবে এর বদলী ব্যবস্থা হিসাবে ফোর ট্রেনটি ব্রুকলিনের আটলান্টিক এভিনিউ থেকে নিউ লট্স এভিনিউি পর্যন্ত সব স্টেশনে লোকাল সার্ভিস দেবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সোমবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে ওয়ান টু থ্রি সাবওয়ে ট্রেন

প্রকাশের সময় : ০২:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

নিউইয়র্ক: জরুরী মেরামত কাজের জন্য সোমবার (১ ডিসেম্বর) থেকে টানা পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে থাকবে নিউইয়র্ক সিটির ওয়ান টু এবং থ্রি এই তিনটি সাবওয়ে ট্রেনের রত্রিকালীন স্বাভাবিক চলাচল।
নিউইয়র্কের টাইম টেলিভিশনের খবরে বলা হয়েছে: সোমবার বিকেলের পর থেকে শুরু হবে তিনটি সাবওয়ে লাইনে এই রাত্রিকালীন সংস্কার কর্মসুচী। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে পাচঁ দিনের এই সংস্কার কর্মসুচী। এসময় ম্যানহাট অভিমুখি ওয়ান ট্রেনের চলবে থার্টিফোর স্ট্রিট প্যান স্টেশন পর্যন্ত। ফলে ওয়ান ট্রেনের প্যান স্টেশন থেকে সাউথ ফেরী পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে। এই সময়ে টু ট্রেন ব্রঙ্কস এর ডায়ার এভিনিউ থেকে ইস্ট ওয়ান হানড্রেড এইটি স্ট্রিট পর্যন্ত চলবে ফাইভ ট্রেন লাইনে। সেখান থেকে প্যান স্টেশন পর্যন্ত লোকাল সার্ভিসে চলবে টু ট্রেন। থ্রি ট্রেন সার্ভিস এসময় সম্পুর্ণ বন্ধ থাকবে এর বদলী ব্যবস্থা হিসাবে ফোর ট্রেনটি ব্রুকলিনের আটলান্টিক এভিনিউ থেকে নিউ লট্স এভিনিউি পর্যন্ত সব স্টেশনে লোকাল সার্ভিস দেবে।