সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির সভাপতি মারুফ চৌধুরীর মাতৃবিয়োগ
- প্রকাশের সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
- / ৬৯৬ বার পঠিত
নিউইয়র্ক: সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি মারুফ চৌধুরীর মা জোসনা বেগম চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজেউন)। গত ১ এপ্রিল বুধবার প্রথম প্রহরে (রাত ২টায়) তিনি মিশিগানের ডেট্রয়স্থ সেন্ট জোসেফ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫পুত্র ও চার কন্যা, নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মারুফ চৌধুরী ইউএনএ প্রতিনিধিকে জানান, মূলত: বার্ধক্যজনিত কারণেই তার মা জোসনা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় মরহুমার ৫ পুত্র ও দুই কন্যা তার পাশে ছিলেন। তার ৫পুত্র ও দুই কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী এবং অপর দুই কন্যা যুক্তরাজ্য প্রবাসী।
মরহুমার নামাজে জানাজা ১ এপ্রিল বুধবার বাদ জোহর স্থানীয় মসজিদ আল নূরে অনুষ্ঠিত হওয়ার পর ডেট্রয়েটের ডিয়ারবন মুসলিম গোরস্থানে জোসনা বেগম চৌধুরীর মরদেহ দাফন করা হয়। তার গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার আরপিন নগর। ব্যক্তিগত জীবনে তিনি ধর্মপরায়ণ ও অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন। তিনি ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। মারুফ চৌধুরী তার মায়ের বিদেহী আতœার শান্তির জন্য সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।
শোক প্রকাশ: সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি মারুফ চৌধুরীর মাতৃবিয়োগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।