সিজারের সাংবাদিক সম্মেলনে আ. লীগের হামলা : কানেকটিকাট বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ
- প্রকাশের সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫
- / ৭০৬ বার পঠিত
কানেকটিকাট: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিএনপির সভাপতি এম এ বাছিত ও সাধারণ সম্পাদক মহিবুল কবীর চৌধুরী এক যুক্ত বিবৃতিতে, ‘বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা’ সরকারের মদদপুষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক কানেকটিকাট বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, আওয়ামী মানেই সন্ত্রাসী। এটা তারা আবারও যুক্তরাষ্ট্রে প্রমাণ করলো। বিএনপি সন্ত্রাসী নয়, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে জবাব দিতে হয় বিএনপির তা ভালো করেই জানা আছে। তারা আওয়ামী সন্ত্রাসীদেরকে হুশিয়ার করে দিয়ে বলেন, মোহাম্মদ উল্লাহ মামুন অথবা সিজারের সাংবাদিক সম্মেলনে তাদের উপর সন্ত্রাসীদের যে কোন কালো হাত ভেঙ্গে দেয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্র বিএনপির আছে।
বিবৃতিতে তারা সজীব ওয়াজেদ জয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য নিউইয়র্কের অন্যতম বহুল প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকা’র বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর মামলা করার হুমকিরও নিন্দা ও প্রতিবাদ জানান।