নিউইয়র্ক ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শেরপুুর জেলা কল্যাণ সমিতির সভাপতি লিখন সাধারণ সম্পাদক আকতার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬
  • / ১১৫৭ বার পঠিত

নিউইয়র্ক: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক বাংলাদেশের অনেক উন্নতী হয়েছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। মাথা পিছু আয়ের হার বেড়েছে। তিনি শেরপুরবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, মূলস্্েরাত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে হবে না, শেরপুরের উন্নতীর লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শেরপুুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনকের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম বদরুল হক উপরোক্ত কথা বলেন। সিটির জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন মিলনায়তনে গত ২৬ ডিসেম্বর শনিবার সন্ধায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মিসেস নাহিদ রায়হান লিখনকে সভাপতি ও মোহাম্মদ আকতার-উজ-জামানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম।
Serpur Pic-1সংগঠনের প্রবাস উপদেষ্টা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সুব্রত সাহা লিপন ও জান্নাত রহমানের সঞ্চালন। উল্লেখ্য, অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ শেরপুরের কসবার কৃতি সন্তান। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলওয়াত করেন মোহাম্মদ সুরুজ জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য করেন মোস্তফা সাদিক, আয়েশা সুলতানা, মোহাম্মদ সুরুজ জামান, রানা রায়হান, আকতারুজ্জামাান, নাহিদ রায়হান লিখন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন টেলি জামান, জাহাঙ্গীর আলম, রিনা। কবিতা আবৃত্তি করেন রায়হান জামান ও সাদী।
নতুন কমিিিটর কর্মকর্তারা হলেন: সভাপতি- মিসেস নাহিদ রায়হান লিখন, সহ সভাপতি- জান্নাত রহমান, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আকতার-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তফা সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক- আল আমিন, সাংগঠনিক সম্পাদক- ডা. আবু রায়হান মাসুম, অর্থ সম্পাদক- সাবেরা জামান চৌধুরী, দপ্তর সম্পাদক- লতিফা মোরছালিম, প্রচার-প্রকাশনা সম্পাদক- আয়েশা সুলতানা, ক্রীড়া সম্পাদক- লিটন আজাদ, সাংস্কৃতিক সম্পাদক- জাহাঙ্গীর আলম জুয়েল, সাহিত্য সম্পাদক- দৌলত হোসেন রিপন, মহিলা বিষয়ক সম্পাদক- রেখা জামান চৌধুরী ডলি, সমাজকল্যাণ সম্পাদক- নুরুন্œাহার রিনা, আপ্যায়ন সম্পাদক- একেএম জামান খান, তরুণ প্রজন্ম সম্পাদক- নাফিয়ান চৌধুরী, যুগ্ম তরুণ প্রজন্ম সম্পাদক- তাওহিদা জামান চৌধুরী। কার্যকরী পরিষদ সদস্য: মামুন রাশেদ, সুব্রত সাহা লিপন, শহীদ উদ্দিন মিয়া, শিউলী আকতার ও মোহাম্মদ রঞ্জু।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: যুক্তরাষ্ট্রের বার্মিটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ফেলো ড.বিরুপাক্ষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. রাশিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাশেদ বেগম শিল্পী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ, সুজিতা রানা সরকার ও প্রবাস বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম।
বিপুল সংখ্যক প্রবাসী শেরপুরবাসীর উপস্থিতিতে শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক শেরপুুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক’র প্রধান পৃষ্ঠপোষক থাকার সম্মতি দিয়েছেন বলে আয়োজক জানান।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী শেরপুরবাসীদের মধ্যে প্রকৌশলী নাফিউল মজিদ নাফি, লিটন আজাদ, আমির ফারাহ সিমিন, ফেরদৌসি বেগম, মোহাম্মদ দৌলত হোসেন, সুলতানা জাহান, আহনাব হোসেন, সুুফিয়া আকতার, রেখা জামান চৌধুরী, নুরুন নাহার কামাল, জানসি বেগম, শহীদ উদ্দিন শিমুল, জাহাঙ্গীর আলম, সাবেরা চৌধুরী, শায়লা শারমিন, সবিতা রানী সাহা, কায়সার আলম, দিগন্ত রাশেদ, সাম্য সাহা, রৌদ্র জামান, মোস্তফা এম সাদী, ফাতেমা খান, শিখা আকতার, রুমা জামান, মাহফুজা আকাতর, নাশিদ নাহার নিপা, সামসুল আলম, মোজাহার আলী কিরণ, সাইফুল আলম হিরা, মাহবুব হোসেন খান, রনধীর ধর, মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শেরপুুর জেলা কল্যাণ সমিতির সভাপতি লিখন সাধারণ সম্পাদক আকতার

প্রকাশের সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬

নিউইয়র্ক: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক বাংলাদেশের অনেক উন্নতী হয়েছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। মাথা পিছু আয়ের হার বেড়েছে। তিনি শেরপুরবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, মূলস্্েরাত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে হবে না, শেরপুরের উন্নতীর লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শেরপুুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনকের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম বদরুল হক উপরোক্ত কথা বলেন। সিটির জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন মিলনায়তনে গত ২৬ ডিসেম্বর শনিবার সন্ধায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মিসেস নাহিদ রায়হান লিখনকে সভাপতি ও মোহাম্মদ আকতার-উজ-জামানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম।
Serpur Pic-1সংগঠনের প্রবাস উপদেষ্টা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সুব্রত সাহা লিপন ও জান্নাত রহমানের সঞ্চালন। উল্লেখ্য, অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ শেরপুরের কসবার কৃতি সন্তান। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলওয়াত করেন মোহাম্মদ সুরুজ জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য করেন মোস্তফা সাদিক, আয়েশা সুলতানা, মোহাম্মদ সুরুজ জামান, রানা রায়হান, আকতারুজ্জামাান, নাহিদ রায়হান লিখন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন টেলি জামান, জাহাঙ্গীর আলম, রিনা। কবিতা আবৃত্তি করেন রায়হান জামান ও সাদী।
নতুন কমিিিটর কর্মকর্তারা হলেন: সভাপতি- মিসেস নাহিদ রায়হান লিখন, সহ সভাপতি- জান্নাত রহমান, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আকতার-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তফা সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক- আল আমিন, সাংগঠনিক সম্পাদক- ডা. আবু রায়হান মাসুম, অর্থ সম্পাদক- সাবেরা জামান চৌধুরী, দপ্তর সম্পাদক- লতিফা মোরছালিম, প্রচার-প্রকাশনা সম্পাদক- আয়েশা সুলতানা, ক্রীড়া সম্পাদক- লিটন আজাদ, সাংস্কৃতিক সম্পাদক- জাহাঙ্গীর আলম জুয়েল, সাহিত্য সম্পাদক- দৌলত হোসেন রিপন, মহিলা বিষয়ক সম্পাদক- রেখা জামান চৌধুরী ডলি, সমাজকল্যাণ সম্পাদক- নুরুন্œাহার রিনা, আপ্যায়ন সম্পাদক- একেএম জামান খান, তরুণ প্রজন্ম সম্পাদক- নাফিয়ান চৌধুরী, যুগ্ম তরুণ প্রজন্ম সম্পাদক- তাওহিদা জামান চৌধুরী। কার্যকরী পরিষদ সদস্য: মামুন রাশেদ, সুব্রত সাহা লিপন, শহীদ উদ্দিন মিয়া, শিউলী আকতার ও মোহাম্মদ রঞ্জু।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: যুক্তরাষ্ট্রের বার্মিটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ফেলো ড.বিরুপাক্ষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. রাশিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাশেদ বেগম শিল্পী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ, সুজিতা রানা সরকার ও প্রবাস বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম।
বিপুল সংখ্যক প্রবাসী শেরপুরবাসীর উপস্থিতিতে শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক শেরপুুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক’র প্রধান পৃষ্ঠপোষক থাকার সম্মতি দিয়েছেন বলে আয়োজক জানান।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী শেরপুরবাসীদের মধ্যে প্রকৌশলী নাফিউল মজিদ নাফি, লিটন আজাদ, আমির ফারাহ সিমিন, ফেরদৌসি বেগম, মোহাম্মদ দৌলত হোসেন, সুলতানা জাহান, আহনাব হোসেন, সুুফিয়া আকতার, রেখা জামান চৌধুরী, নুরুন নাহার কামাল, জানসি বেগম, শহীদ উদ্দিন শিমুল, জাহাঙ্গীর আলম, সাবেরা চৌধুরী, শায়লা শারমিন, সবিতা রানী সাহা, কায়সার আলম, দিগন্ত রাশেদ, সাম্য সাহা, রৌদ্র জামান, মোস্তফা এম সাদী, ফাতেমা খান, শিখা আকতার, রুমা জামান, মাহফুজা আকাতর, নাশিদ নাহার নিপা, সামসুল আলম, মোজাহার আলী কিরণ, সাইফুল আলম হিরা, মাহবুব হোসেন খান, রনধীর ধর, মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।