নিউইয়র্ক ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শিকাগোয় বাংলাদেশ ডে প্যারেড বিএনপির দলীয় অনুষ্ঠানে পরিণত !

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫
  • / ৫৬৯ বার পঠিত

শিকাগো (ইলিনয়): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আপত্তির মুখে এবং সিটি অব শিকাগো’র প্রক্লেমেশন ছাড়াই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) উদযাপিত হলো বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশি কমিউনিটি অব শিকাগোল্যান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইলিনয় অঙ্গরাজ্য বিএনপির সভাপতি এই সংগঠনের প্রধান হওয়ায় বাংলাদেশ ডে প্যারেডকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রচার করা নিয়ে গত কয়েকদিন বিতর্ক চলে আসছিল। তবে দলের নেতা-কর্মীর বাইরে সাধারণ প্রবাসীরা অংশ না নেওয়ায় স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানটি স্থানীয় বিএনপির দলীয় অনুষ্ঠানে পরিণত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান শনিবার রাতে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর বাংলাদেশী কমিউনিটি অব শিকাগোল্যান্ড বাংলাদেশ ডে পালন করে আসছে। এ বছর অনুষ্ঠানটিকে বিতর্কিত এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করতে স্থানীয় ইলিনয় বিএনপি বাংলাদেশ প্যারেডকে জিয়াউর রহমানের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আপত্তির মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শিকাগো সিটি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জিয়াউর রহমানের নামে প্রক্লেমেশন প্রদান থেকেও বিরত থাকার ঘোষণা দেয়। জিয়াউর রহমান নামে কথিত প্যারেডের সঙ্গে শিকাগো সিটি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি নেই বলেও দাবি করেন সিদ্দিকুর রহমান।
ড. সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ছয় ইউএস কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিএনপি যেভাবে ভূয়া বিবৃতি প্রচার করেছিল, একইভাবে শিকাগোর বাংলাদেশ প্যারেডকেও তারা জিয়ার নামে চালানোর পায়তারা করেছিল। তিনি দাবি করেন, জিয়াউর রহমানের নামে কথিত প্যারেডটি স্থানীয় বিএনপির দলীয় অনুষ্ঠান ছিল মাত্র।
এদিকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ১০০টি গাড়ির সমন্বয়ে একটি বর্ণ্যাঢ্য কার র‌্যালি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিটি অব শিকাগো সিটি কাউন্সিলম্যান ও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির চেয়ার এমিরেটাস অল্ডারম্যান জো মোর।
সিটি মেয়র অফিস আনুষ্ঠানিকভাব প্রক্লেমেশন বাতিলের ঘোষণা দিলেও কাউন্সিলম্যান অল্ডারম্যান জো মোর ব্যক্তিগতভাবে অনুষ্ঠানের প্রক্লেমেশন ঘোষণা করেন। বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশী কমিউনিটি অব শিকাগো’র সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন প্রমুখ।(দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শিকাগোয় বাংলাদেশ ডে প্যারেড বিএনপির দলীয় অনুষ্ঠানে পরিণত !

প্রকাশের সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

শিকাগো (ইলিনয়): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আপত্তির মুখে এবং সিটি অব শিকাগো’র প্রক্লেমেশন ছাড়াই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) উদযাপিত হলো বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশি কমিউনিটি অব শিকাগোল্যান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইলিনয় অঙ্গরাজ্য বিএনপির সভাপতি এই সংগঠনের প্রধান হওয়ায় বাংলাদেশ ডে প্যারেডকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রচার করা নিয়ে গত কয়েকদিন বিতর্ক চলে আসছিল। তবে দলের নেতা-কর্মীর বাইরে সাধারণ প্রবাসীরা অংশ না নেওয়ায় স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানটি স্থানীয় বিএনপির দলীয় অনুষ্ঠানে পরিণত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান শনিবার রাতে জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর বাংলাদেশী কমিউনিটি অব শিকাগোল্যান্ড বাংলাদেশ ডে পালন করে আসছে। এ বছর অনুষ্ঠানটিকে বিতর্কিত এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করতে স্থানীয় ইলিনয় বিএনপি বাংলাদেশ প্যারেডকে জিয়াউর রহমানের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আপত্তির মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শিকাগো সিটি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জিয়াউর রহমানের নামে প্রক্লেমেশন প্রদান থেকেও বিরত থাকার ঘোষণা দেয়। জিয়াউর রহমান নামে কথিত প্যারেডের সঙ্গে শিকাগো সিটি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি নেই বলেও দাবি করেন সিদ্দিকুর রহমান।
ড. সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ছয় ইউএস কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিএনপি যেভাবে ভূয়া বিবৃতি প্রচার করেছিল, একইভাবে শিকাগোর বাংলাদেশ প্যারেডকেও তারা জিয়ার নামে চালানোর পায়তারা করেছিল। তিনি দাবি করেন, জিয়াউর রহমানের নামে কথিত প্যারেডটি স্থানীয় বিএনপির দলীয় অনুষ্ঠান ছিল মাত্র।
এদিকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ১০০টি গাড়ির সমন্বয়ে একটি বর্ণ্যাঢ্য কার র‌্যালি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিটি অব শিকাগো সিটি কাউন্সিলম্যান ও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির চেয়ার এমিরেটাস অল্ডারম্যান জো মোর।
সিটি মেয়র অফিস আনুষ্ঠানিকভাব প্রক্লেমেশন বাতিলের ঘোষণা দিলেও কাউন্সিলম্যান অল্ডারম্যান জো মোর ব্যক্তিগতভাবে অনুষ্ঠানের প্রক্লেমেশন ঘোষণা করেন। বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশী কমিউনিটি অব শিকাগো’র সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন প্রমুখ।(দৈনিক ইত্তেফাক)