নিউইয়র্ক: নিউইয়র্ক প্রবাসী, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম স্বপনের চতুর্থ মৃত্যুবার্ষিকী ১১ ফেব্রুয়ারী। নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাসকারী শামসুল আলম ২০১২ সালের এই দিনে ইন্তেকাল করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। উল্লেখ্য, মরহুম শামসুল আলম স্বপন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র অন্যতম সহ সভাপতি মোহাম্মদ অহিদুল আলম বাবুর বড় ভাই।
টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া পড়ার মরহুম এম সামসুল করীম নিলু মিয়ার বড় পুত্র শামসুল আলম স্বপন দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করেন। তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসাকালীন সময় নিউইয়র্কে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে দাফন করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল জেলা সমিতির সহ সভাপতি মোহাম্মদ অহিদুল আলম বাবু তার বড় ভাই স্বপনের বিদেহী আতœার শান্তি কামনায় সবার দোয়া কামনা করেছেন। খবর ইউএনএ’র।