নিউইয়র্ক ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রমজানে নার্সিং হোমে ইফতার পরিবেশনের কর্মসূচী : আওতাদ চৌধুরীর কাছ থেকে পাওনা অর্থ আদায়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • / ৫৯৬ বার পঠিত

নিউইয়র্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক সিটির নার্সিং হোমে মুসলমানদের জন্য ইফতারী পরিবেশনের কর্মসূচী গ্রহণ করেছে। এদিকে এসোসিয়েশনের ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের সদস্য আওতাদ চৌধুরী তার কাছে পাওনা তিন হাজার ডলার আদায় করা করেছে এসোসিয়েশন।
নার্সিং হোমে ইফতার পরিবেশনের কর্মসূচী: পবিত্র রমজান মাস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে ইতিমধ্যেই বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করা হয় এবং আগামী তিন সপ্তাহ অর্থাৎ ২৮ জুন এবং ৫ ও ১২ জুলাই তিন রোববার নিউইয়র্ক সিটির তিনটি নার্সিং হোমে অবস্থানরত মুসলমানদের মাঝে ইফতার পরিবেশন করা হবে। এসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তারা ইফতারী নিয়ে নার্সিং হোমে পরিবেশন করবেন।
আওতাদ চৌধুরী কর্তৃক অর্থ ফেরৎ প্রদান: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিবকা ইন্্ক’র বিগত ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আওতাদ চৌধুরী তার কাছে এসোসিয়েশনের পাওনা ৩০০০ (তিন হাজার) ডলার পরিশোধ করেছেন। গত ৭ জুন রোববার এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আওতাদ চৌধুরী উপস্থিত হয়ে সকলের উপস্থিতিতে তিনি তার কাছে পাওনা অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করেন।
এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চেধৈুরী। সভা বলা হয়, এসোসিয়েশনের ১৯৯৯ সালের সালের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আওতাদ চৌধুরীর নিকট তৎকালীন নির্বাচনী ব্যয় বাবদ অর্থের একটা অংশ উদ্বৃত্ত থেকে যায়। কিন্তু দীর্ঘদিনেও তিনি সেই অর্থ সংগঠনের কাছে ফেরৎ দেননি। বর্তমান কার্যকরী পরিষদ নির্বাচিত হওয়ার পর আওতাদ চৌধুরী স্বপ্রনোদিত হয়ে তার কাছে গচ্ছিত/পাওনা অর্থ ফেরৎ দেয়ার জন্য এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। ফলে ৬ জুন কার্যকরী পরিষদ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে ১৯৯৯ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় আওতাদ চৌধুরী সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের হাতে ৩০০০ (তিন হাজার) ডলারের চেক হস্তান্তর করেন।
এসোসিয়েশনের সাবেক কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আরো যাদের কাছে অর্থ গচ্ছিতা বা পাওনা রয়েছে তাদের কাছ থেকে গচ্ছিত/পাওনা অর্থ আদায়ের বিষয়ও সভায় আলোচিত এবং সেই অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়।
সভায় এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, মো: কাইয়ুম ও সাবেক সভাপতি ও বিদায়ী উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ট্রাষ্টিবোর্ডের সাবেক সদস্য ইকবাল আহমেদ মাহবুব সহ আব্দুল মালিক খান লায়েক, সাদেক মিয়া কাপ্তান, সাইফুল ইসলাম রহীম, একলিমুজ্জামান নুনু এবং বর্তমান কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সহ মিজানুর রহমান শেফাজ, সাব্বির হোসেন ও আকবর হোসেন স্বপন উপস্থিত ছিলেন।
সভার মোতাবেক ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের সদস্য আওতাদ চৌধুরীর কাছে প্রাপ্ত অর্থ আদায়ের লক্ষ্যে এসোসিয়েশন বাদী হয়ে বিগত ২০০০ সালের ১২ ফেব্রুয়ারী তার (আওতাদ চৌধুরী) বিরুদ্ধে অর্থ আতœসাতের মামলা দায়ের করা হয়। যেহতু আওতাদ চৌধুরী তার কাছে পাওনা অর্থ সংগঠনের কাছে ফেরৎ দেন সেহেতু তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও সিদ্ধান্ত এবং অর্থ ফেরৎ দেয়ার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
ইফতার মাহফিল সফল করায় ধন্যবাদ: জালালাবাদ এসোসিয়েন অব আমেরিকা ইন্্ক’র বার্ষিক ইফতার মাহফিল সফল করার জন্য সংগঠনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সকল উপদেষ্টা, আজীবন সদস্য, সাবেক কর্মকর্তা ও সদস্য-সদস্যাসহ প্রবাসের সকল জালালাবাদবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসের সকল মিডিয়ার সম্পাদক/পরিচালক ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই ও সামসুল আবদীন এবং মতিন রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ ইফতার মাহফিলের খাবার ও হল ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখার জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুন রোববার উডসাইডস্থ গুলশান ট্যারেসে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক ইফতার পার্টির আয়োজন করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী জালালাবাদবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

রমজানে নার্সিং হোমে ইফতার পরিবেশনের কর্মসূচী : আওতাদ চৌধুরীর কাছ থেকে পাওনা অর্থ আদায়

প্রকাশের সময় : ১০:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫

নিউইয়র্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক সিটির নার্সিং হোমে মুসলমানদের জন্য ইফতারী পরিবেশনের কর্মসূচী গ্রহণ করেছে। এদিকে এসোসিয়েশনের ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের সদস্য আওতাদ চৌধুরী তার কাছে পাওনা তিন হাজার ডলার আদায় করা করেছে এসোসিয়েশন।
নার্সিং হোমে ইফতার পরিবেশনের কর্মসূচী: পবিত্র রমজান মাস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে ইতিমধ্যেই বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করা হয় এবং আগামী তিন সপ্তাহ অর্থাৎ ২৮ জুন এবং ৫ ও ১২ জুলাই তিন রোববার নিউইয়র্ক সিটির তিনটি নার্সিং হোমে অবস্থানরত মুসলমানদের মাঝে ইফতার পরিবেশন করা হবে। এসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তারা ইফতারী নিয়ে নার্সিং হোমে পরিবেশন করবেন।
আওতাদ চৌধুরী কর্তৃক অর্থ ফেরৎ প্রদান: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিবকা ইন্্ক’র বিগত ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আওতাদ চৌধুরী তার কাছে এসোসিয়েশনের পাওনা ৩০০০ (তিন হাজার) ডলার পরিশোধ করেছেন। গত ৭ জুন রোববার এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আওতাদ চৌধুরী উপস্থিত হয়ে সকলের উপস্থিতিতে তিনি তার কাছে পাওনা অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করেন।
এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চেধৈুরী। সভা বলা হয়, এসোসিয়েশনের ১৯৯৯ সালের সালের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আওতাদ চৌধুরীর নিকট তৎকালীন নির্বাচনী ব্যয় বাবদ অর্থের একটা অংশ উদ্বৃত্ত থেকে যায়। কিন্তু দীর্ঘদিনেও তিনি সেই অর্থ সংগঠনের কাছে ফেরৎ দেননি। বর্তমান কার্যকরী পরিষদ নির্বাচিত হওয়ার পর আওতাদ চৌধুরী স্বপ্রনোদিত হয়ে তার কাছে গচ্ছিত/পাওনা অর্থ ফেরৎ দেয়ার জন্য এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। ফলে ৬ জুন কার্যকরী পরিষদ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে ১৯৯৯ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় আওতাদ চৌধুরী সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের হাতে ৩০০০ (তিন হাজার) ডলারের চেক হস্তান্তর করেন।
এসোসিয়েশনের সাবেক কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আরো যাদের কাছে অর্থ গচ্ছিতা বা পাওনা রয়েছে তাদের কাছ থেকে গচ্ছিত/পাওনা অর্থ আদায়ের বিষয়ও সভায় আলোচিত এবং সেই অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়।
সভায় এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, মো: কাইয়ুম ও সাবেক সভাপতি ও বিদায়ী উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ট্রাষ্টিবোর্ডের সাবেক সদস্য ইকবাল আহমেদ মাহবুব সহ আব্দুল মালিক খান লায়েক, সাদেক মিয়া কাপ্তান, সাইফুল ইসলাম রহীম, একলিমুজ্জামান নুনু এবং বর্তমান কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সহ মিজানুর রহমান শেফাজ, সাব্বির হোসেন ও আকবর হোসেন স্বপন উপস্থিত ছিলেন।
সভার মোতাবেক ১৯৯৯ সালের নির্বাচন কমিশনের সদস্য আওতাদ চৌধুরীর কাছে প্রাপ্ত অর্থ আদায়ের লক্ষ্যে এসোসিয়েশন বাদী হয়ে বিগত ২০০০ সালের ১২ ফেব্রুয়ারী তার (আওতাদ চৌধুরী) বিরুদ্ধে অর্থ আতœসাতের মামলা দায়ের করা হয়। যেহতু আওতাদ চৌধুরী তার কাছে পাওনা অর্থ সংগঠনের কাছে ফেরৎ দেন সেহেতু তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও সিদ্ধান্ত এবং অর্থ ফেরৎ দেয়ার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
ইফতার মাহফিল সফল করায় ধন্যবাদ: জালালাবাদ এসোসিয়েন অব আমেরিকা ইন্্ক’র বার্ষিক ইফতার মাহফিল সফল করার জন্য সংগঠনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সকল উপদেষ্টা, আজীবন সদস্য, সাবেক কর্মকর্তা ও সদস্য-সদস্যাসহ প্রবাসের সকল জালালাবাদবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসের সকল মিডিয়ার সম্পাদক/পরিচালক ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই ও সামসুল আবদীন এবং মতিন রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ ইফতার মাহফিলের খাবার ও হল ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখার জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুন রোববার উডসাইডস্থ গুলশান ট্যারেসে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক ইফতার পার্টির আয়োজন করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী জালালাবাদবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।