নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নয়, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র কমিটির গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এই লক্ষ্যে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছেছেন। তারা বিরোধ মিটিয়ে ফেলছেন কেন্দ্রীয় নেতা, সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সাথে। উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন না করে কেন্দ্রীয় নেতা মিলন দলের সিদ্ধন্ত মোতাবেক বিভিন্ন ষ্টেট কমিটি গঠনের উদ্যোগ নিলে তাকে যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছিলো। উল্লেখ্য, মিলন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
জানা গেছে, বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন দ্বিতীয় পর্যায়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে নিজ উদ্যোগেই ‘বিদ্রোহী’ নেতাদের ঘরে ঘরে গিয়ে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘শুভেচ্ছা’ পৌঁছান এবং দলের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার এই আহবানে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার ও সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট সহ অন্যান্য শীর্ষ নেতারা সাড়া দেন। তবে দলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ‘নীতিগতভাবে’ যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবীতে অনঢ় রয়েছেন বলে সূত্র জানায়।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক শীর্ষ নেতাদের মধ্যে কামাল সাঈদ মোহন, ডা. মজিবুর রহমান মজুমদার, আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম ভূইয়া প্রমুখরা ইতিমধ্যেই একাধিক ঘরোয়া বৈঠকে মিলিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতা মিলনের সাথেও বৈঠক করেছেন। এসব বৈঠকে কেন্দ্রের প্রতি সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী জানানোর পাশাপাশি আপাতত: নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র জানায়, যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপি’র কোন কমিটি নেই, আর প্রবাসের রাজনীতি নিউইয়র্ক কেন্দ্রীক তাই দলের বৃহত্তর স্বার্থে শক্তিশালী নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র কমিটি গঠন করাই শ্রেয় বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না হওয়া পর্যন্ত নিউইয়র্ক ষ্টেট কমিটিই মূল কমিটির ভূমিকা পালন করতে পারবে। সেই লক্ষ্যে এই কমিটির সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী এবং তারেক রহমান প্রত্যাবর্তন পরিষদ ও শফিক রহমান মুক্তি আন্দোলন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাজ্জাদের নাম আলোচিত হচ্ছে। পাশাপাশি খোঁজা হচ্ছে সাধারণ সম্পাদকের যোগ্য প্রার্থী। সূত্র মতে, আলোচনার ভিত্তিতে প্রয়োজনে এই দু’জনকে নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হতে পারে। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)