নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপিতে আবার দ্বিধা-দ্বন্ধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি তো নয়ই বরং নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠন নিয়েই নতুন করে এই দ্বিধা-দ্বন্ধ শুরু হয়েছে। দলের উদ্ভুত পরিস্থিতিতে গত সপ্তাহে দলের স্টেট কমিটি গঠন বিরোধী শীর্ষ নেতাদের এক সভা হয়েছে এবং এই সপ্তাহে আরো একটি সভা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র মতে, দলের প্রয়োজনে এবং কেন্দ্রে তথা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র উক্ত স্থানীয় নেতারা যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবীর পাশাপাশি কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলনের পরামর্শে নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছলেও এই কমিটি গঠনের ব্যাপারে জনাব মিলনের প্রক্রিয়াকে এখন সঠিক মনে করছেন না। বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজকে নির্বাচন কমিশনের প্রধান করে কাউন্সিলের মাধ্যমে ষ্টেট কমিটি গঠন প্রক্রিয়ার সাথে দ্বিমত পোষন করছেন।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র বিএনপি’র উদ্ভুত পরিস্থিতি নিয়ে গত ৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে দলের শীর্ষ নেতাদের এক অনির্ধারিত সভা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ইলিয়াস আমেহদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমার মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া প্রমুখ সহ প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সভায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং আগামী ১৭ জুলাই রোববার তারা আরো বৃহদাকারে তৃণমূলপর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে সভায় মিলিত হওয়ার সিদ্ধন্তি হয়েছে বলে জানা গেছে।
দলের উদ্ভত পরিস্থিতি সম্পর্কে সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, আমাদের দাবী যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি। এছাড়া তিনি অন্যকোন মন্তব্য না করে বলেন, একটি মিডিয়ার বরাত দিয়ে কোন কোন মিডিয়ায় নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র কমিটি গঠন প্রক্রিয়ার সাথে আমার নাম জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের আরেক নেতা বলেন, নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে আমাদের দ্বি-মত নেই। তবে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি চাই। সেই সাথে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন চাই, বিশেষ করে ১/১১-এর সময় যারা দলের জন্য কাজ করেছেন, সময় দিয়েছেন তাদের কমিটিতে রাখার দাবী জানাই।
এদিকে গত ৯ জুলাই শনিবার রাতে যুক্তরাষ্ট্র বিএনপি’র এক নেতার বাসায় কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন দলের কয়েকজন শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে। সভায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। সভায় নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের প্রক্রিয়ার সাথে আরো অনেককেই যুক্ত করা হয় বলে সূত্র জানায়।
এহসানুল হক মিলন এর আগে জিল্লুর রহমান জিল্লুর সাথে বৈঠক করলেও এখন পর্যন্ত স্টেট কমিটি নিয়ে তাদের মধ্যে সমঝোতা হওয়ার কোন খবর জানা যায়নি।
সর্বশেষ খবরে জানা গেছে ১৯ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই নিউইয়র্ক স্টেট কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)