যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’র উদ্যোগে শেখ মুজিবুর রহমান’র জন্মদিন পালন
- প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫
- / ৬৩৯ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে গত ১৩ মার্চ সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে ‘শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন’ শ্লোগান ও করতালির মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধু’র জীবন ও দেশের বর্তমান সংকট নিরসনের উপায় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. নূরুন নবী। কেক কাটা ও আলোচনায় অংশ নেন ড. জিনাত নবী, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সউদ চৌধুরী, শিতাংশু গুহ, স্বীকৃতি বড়ুয়া, জাকারিয়া চৌধুরী, মনিকা রায়, নার্গিস আহমদ, কৃষিবীদ আশরাফুজ্জামান, অবিনাশ আচার্য্য, রতন তালুকদার, হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সাইদুর রহমান দস্তগীর, মিথুন আহমদ, জানুল হাসান, লিটন, মোহাম্মদ হিরু ভুইয়া, ড. আব্দুল বাতেন, গোপাল স্যান্নাল, আবুল কাসেম ভুঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘জাতির জনক’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে নিউইয়র্ক-এর কিছু পত্রিকায় সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর সংবাদ পরিবেশনার নিন্দা জানানো হয় এবং এ ধরনের বানোয়াট খবর পরিবেশনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়। এ সময় খালেদা জিয়ার প্রেস কনফারেন্সের নামে সাংবাদিক ও জাতির সাথে প্রতারণার কঠোর সমালোচনা জানানো হয়। এছাড়া বিভিন্ন বক্তা হতাশা ব্যক্ত করেন যে, জাতি যখন আশা করছিলো বেগম জিয়া অবরোধ প্রত্যাহার করে নেবেন, তখন তিনি আবারো জাতির সাথে বেঈমানি করলেন এবং গত তিন মাসের কথাবার্তার একঘেয়ে পুনরাবৃতি করলেন। সকল বক্তাই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে সরকারকে কঠোর হবার আহবান জানান। অনুষ্ঠানে এখন পর্যন্ত খালেদা জিয়া গ্রেফতার না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়।