নিউইয়র্ক ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি : জাহিদ সভাপতি আকন সা. সম্পাদক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫
  • / ৮৫৪ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মোহাম্মদ জাহিদ হাসানকে সভাপতি ও আলামিন আকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নামজুল আলম কর্তৃক গত ১৯ জুলাই এই কমিটি অনুমোদিত হয় বলে জানা গেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া ও জার্মানী শাখার কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী এক বছরের জন্য রাশিয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন ও ফুয়াদ আদনান বিন জামাল। অপরদিকে জার্মানী ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে দেওয়ান আরেফিন টিপু ও মোহাম্মদ আশফাক হোসেন নিশাদ বাপ্পী। এই কমিটির সহ সভাপতি আশিকুর রহমান সাদ্দাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আদিব আলম।
আগামী এক বছরের জন্য গঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটিতে সৈয়দ সাজ্জাদ রায়হানকে সহ সভাপতি এবং জসিম উদ্দিনকে যুগ্ম সম্পাদক ও মোহাম্মদ হেলাল মিয়াকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি শিঘ্রই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা ইউএনএ-কে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নব মনোনীত সভাপতি মোহাম্মদ জাহিদ হাসানের দেশের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া। ছাত্রলীগের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ প্রবাসী জীবনের আগে ঢাকার বাংলা কলেজ ছাত্রলীগ ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া নব মনোনীত সাধারণ সম্পাদক আলামিন আকনের দেশের বাড়ী বরগুনা জেলা সদর। নিউইয়র্কের জন জে কলেজের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাসটিস বিভাগের শেষ বর্ষের ছাত্র অঅকন নতুন দায়িত্ব পাওয়ার আগে নিউইয়র্ক সিটি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। প্রবাসী জীবনের আগে তিনি জেলা ছাত্রলীগের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন।
এদিকে নবগঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন রোববার অপরাহ্নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসায় যান। এসময় তারা আওয়ামী লীগ নেতার দোয়া, সহযোগিতা ও সঠিক দিক নিদর্শেনা কামনা করেন। সাজ্জাদুর রহমান সাজ্জাদও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান সুইট এসময় উপস্থিত ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন রোববার ইউএনএ প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নামজুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার’ সজিব ওয়াজেদ জয়-এর নেতৃত্বে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২০ বাস্তবায়নে প্রবাস থেকে কাজ করাই হবে আমাদের প্রধান কাজ। পাশাপাশি কেন্দ্রের পরামর্শ মোতাবেক যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী সংগঠনে পরিণত করা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি : জাহিদ সভাপতি আকন সা. সম্পাদক

প্রকাশের সময় : ০১:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মোহাম্মদ জাহিদ হাসানকে সভাপতি ও আলামিন আকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নামজুল আলম কর্তৃক গত ১৯ জুলাই এই কমিটি অনুমোদিত হয় বলে জানা গেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগ একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া ও জার্মানী শাখার কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী এক বছরের জন্য রাশিয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন ও ফুয়াদ আদনান বিন জামাল। অপরদিকে জার্মানী ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে দেওয়ান আরেফিন টিপু ও মোহাম্মদ আশফাক হোসেন নিশাদ বাপ্পী। এই কমিটির সহ সভাপতি আশিকুর রহমান সাদ্দাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আদিব আলম।
আগামী এক বছরের জন্য গঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটিতে সৈয়দ সাজ্জাদ রায়হানকে সহ সভাপতি এবং জসিম উদ্দিনকে যুগ্ম সম্পাদক ও মোহাম্মদ হেলাল মিয়াকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি শিঘ্রই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা ইউএনএ-কে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নব মনোনীত সভাপতি মোহাম্মদ জাহিদ হাসানের দেশের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া। ছাত্রলীগের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ প্রবাসী জীবনের আগে ঢাকার বাংলা কলেজ ছাত্রলীগ ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া নব মনোনীত সাধারণ সম্পাদক আলামিন আকনের দেশের বাড়ী বরগুনা জেলা সদর। নিউইয়র্কের জন জে কলেজের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাসটিস বিভাগের শেষ বর্ষের ছাত্র অঅকন নতুন দায়িত্ব পাওয়ার আগে নিউইয়র্ক সিটি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। প্রবাসী জীবনের আগে তিনি জেলা ছাত্রলীগের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন।
এদিকে নবগঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন রোববার অপরাহ্নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসায় যান। এসময় তারা আওয়ামী লীগ নেতার দোয়া, সহযোগিতা ও সঠিক দিক নিদর্শেনা কামনা করেন। সাজ্জাদুর রহমান সাজ্জাদও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান সুইট এসময় উপস্থিত ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন রোববার ইউএনএ প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নামজুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার’ সজিব ওয়াজেদ জয়-এর নেতৃত্বে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২০ বাস্তবায়নে প্রবাস থেকে কাজ করাই হবে আমাদের প্রধান কাজ। পাশাপাশি কেন্দ্রের পরামর্শ মোতাবেক যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী সংগঠনে পরিণত করা।