নিউইয়র্ক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে গত ১৭ মে রোববার রাতে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের এমপি এবং নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিমুল। এদিকে ঢাকা সফররত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন্যা শেখ হাসিনা ১৯৭৫ সালের ৩০ জুলাই দেশ ছেড়ে জার্মানী চলে যান এবং প্রবাসী জীবন গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন এবং দলের হাল ধরেন। দেশে ফিরে তিনি দলীয় নেতা-কর্মীদের দাবীর প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং অদ্যবধী দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, আবুল কাশেম, সামসুদ্দীন আজাদ ও লূৎফুল করীম, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমেদ খান, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমুল হাসান, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, ছাত্রলীদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ব্রুকলীন আলীগ সভাপতি নূরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও আওয়ামী লীগের সদস্য কাজী আজিজুল হক খোকন, শ্রমিক লীগের সহ সভাপতি মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আলী হোসেন গজনবী, যুক্তরাষ্ট্র প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিনকে ‘ঐতিহাসিক দিবস’ আখ্যায়িত করে বলেন, শত বাধা-বিপত্তি আর ভয় উপেক্ষা করে তাঁর দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয়। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র আর নৈরাজ্য বন্ধ হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য দেশে-প্রবাসে দল ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।