‘যারা ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করে তারা দেশপ্রেমিক নয়’
- প্রকাশের সময় : ০৮:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
- / ১০৩২ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, যারা ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করে তারা দেশপ্রেমিক নয়। কেননা, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করা হয়, দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। বক্তারা বলেন, সময় এসেছে তাদের প্রতিরোধ করার। বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের এই চলমান উন্নয়নকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। বক্তারা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী আর দেশ-জাতির শত্রুদের প্রতিহত করার জন্য দেশ ও প্রবাসের ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সিটির জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টে ৭ নভেম্বর সোমবার রাতে আয়োজিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠত সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। খবর ইউএনএ’র।
সভায় উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, সহ সভাপতি সৈয়দ বসারত আলী ও আবুল কাশেম, প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মজিবুল মওলা, হিন্দাল কাদের বাপ্পা, সৈয়দ কামরুল হিরা, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল ও আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল সেবনাথ, যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন ও রিন্টু লাল দাস, সদস্য গনেশ কীর্তনিয়া, মাহমুদুর রহমান, নাজমুল হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হেলাল মিয়া, নিউইয়র্ক সিটি ছাত্রলীগের সভাপতি হায়দার আলী প্রমুখ।
সভায় ড. সিদ্দিক যুক্তরাষ্ট্র আওয়ামীগের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিল সফল ও স্বার্থক এবং কাউন্সিলে জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা দলীয় নেতা-কর্মীদেও কাছে পৌঁছে দেন এবং ঐক্যবদ্ধ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সস্ত্রীক বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল-এ যোগদান শেষে ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক এসে পৌঁছেন। গত ২২-২৩ অক্টোবর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে ড. সিদ্দিক যুক্তরাষ্ট্র আওয়ামীগের সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে যোগ দেন এবং দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছেয় কাউন্সিলে বক্তব্য রাখেন। ড. সিদ্দিক ও তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য শাহানারা রহমান ঢাকা থেকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে যুক্তরাষ্ট্র আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন।