মেলা সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ॥ ২৬ জুন ইফতার মাহফিল
- প্রকাশের সময় : ০৭:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০১৬
- / ৬৭৬ বার পঠিত
নিউইয়র্ক: জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মাসিক সভা গত ১ জুন বুধবার হিলএভিনিউতে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল আজাদ ভূঁইয়া। সভায় শাহ আব্দুল করীম উৎসব ও সিতারা বৈশাখী মেলা-২০১৬ এর আহ্বায়ক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং মেলার সদস্য সচিব রিজু মোহাম্মদ এই অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন, যা পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করা হবে।
সভায় আগামী ২৬ জুন রোববার ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার মাহফিল তাজমহল পার্টি সেন্টারে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইফতার মাহফিল সফল করতে সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেনকে আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবুকে সদস্য সচিব এবং সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমানকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি ঘোষনা করা হয়। তাছাড়া জামাইকায় বসবাবকারী প্রবাসী বালাদেশীদের দীর্ঘদিনের দাবীকে সম্মান দেখিয়ে প্রথমবারের মত সংগঠনের উদ্যোগ ও আয়োজনে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়। এব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি নেয়া হচ্ছে। বনভোজন অনুষ্ঠান সফল করতে সোসাইটির অপর সহ-সভাপতি শেখ হায়দার আলীকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং অপর সহ সভাপতি শেখ আনসার আলীকে সমন্বয়কারী করে বনভোজন-২০১৬ এর কমিটি ঘোষনা করা হয়। বনভোজনের স্থান, তারিখ ও সময় পত্রিকার মাধ্যমে যথাসময় জানিয়ে দেওয়া হবে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী পরিষদের প্রাণবন্ত এই সভায় সাবেক সভাপতি মোহাম্মদ মনির হেসেন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, সহ-সভাপতি শেখ হায়দার আলী ও শেখ আনসার আলী, সহ- সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু, অর্থ সম্পাদক সহদেব তালুকদার সহ কবীর হোসেন মুন্সী, আনোয়ার হোসেন, আফরোজা বেগম রোজী আলোচনায় অংশ নিয়ে গৃহীত সিদ্ধান্তের বিষয়ের উপর পরামর্শ মুলক বক্তব্য রাখেন।
সভায় সংগঠনের সহ সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীকে জকিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রবাসী জকিগঞ্জবাসীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।
সভাপতি সাইফুল ইসলাম তার বক্তব্যে সকল প্রবাসী বাংলাদেশীকে ফ্রেন্ডস সোসাইটির ইফতার মাহফিলে অংশগ্রহনের আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ করে রিয়েল এস্টেট ইনভেস্টর বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিতারা বুটিক-এর সত্ত্বাধিকারী লিটন হুদা, বিশিষ্ট সমাজসেবী ড. দেলোয়ার হোসেন, এডভোকেট এন. মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শাহ আব্দুল করিম উৎসব ও বৈশাখী মেলা-২০১৬ কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র কো-কনভেনর বিলাল চৌধুরী, প্রধান সমন্বয়কারী রেজাউল করীম চৌধুরী, সদস্য সচিব রিজু মোহাম্মদ সহ সকল মিডিয়ার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।